এতো খ্যাঁত খ্যাঁত - TopicsExpress



          

এতো খ্যাঁত খ্যাঁত কইরোনা! আমরা সবাই কিন্তু খ্যাঁত ...আমাগো সবার বংশে কেউনা কেউ খ্যাঁত আছে! আমার গায়ে ..তোমার গায়ে ...এখনো কিন্তু ক্ষেতের গন্ধ আছে ...শুঁকে দেখ! আর কথায় কথায় এতো ইংলিশ মাইরোনা! ইংলিশগো বিদায় করছি সেই ৪৭সালে! তারপর দেশ ভাগ হইলো ...আমরা কিন্তু পাকিস্তানের মধে্য আছিলাম... ওরা আমাগো জোর কইরা উর্দু ভাষা গিলাইতে পারে নাই! বাংলা ভাষার লাইগা ৫২তে প্রাণ দিছে রফিক, জব্বার, সালাম, বরকত ...ওরাও কিন্তু ক্ষেত থেইকা আইছিল!
Posted on: Fri, 19 Dec 2014 10:28:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015