এতদিন ফেইসবুকচালায়ে কি - TopicsExpress



          

এতদিন ফেইসবুকচালায়ে কি কি শিখলেন আসুন আপনাদের পরীক্ষা নেই। __Facebook ExaM __ বিষয় :: ফেসবুক বিজ্ঞান পূর্ণমান :: ১০০ সময় :: ৩ ঘণ্টা . . _______________________ ১। শব্দার্থ লেখো :: Tag, Poke, Group, Privacy, Password ২। পূর্ণরূপ লেখো :: LOL, ASM, MS (যেকোনো ২ টি ) ৩। রচনা মূলক প্রশ্ন :: (যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও) ক) একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করো। খ) টাইমলাইন কী ?? ফেসবুক টাইমলাইনের প্রয়োজনীয়তা বর্ণনা করো। গ) সংক্ষেপে ফেসবুক তৈরির ইতিহাস লেখো। ঘ) সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের ভুমিকা বর্ণনা করো। ঙ) ফেসবুক ও গুগল প্লাসের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো। ৪। ভাবসম্প্রসারন করো :: কাঁটা হেরি ক্ষান্ত কেন__ কমল তুলিতে ফেসবুক বিনা সুখ হয় কি মহীত ৫। কথোপকথন তৈরি করো :: টুঙ্গু ও টুনির ফেসবুকে নতুন বন্ধুত্ব হয়েছে তাদের ফেসবুক চ্যাটে কথোপকথনের কিছু অংশ নিজের ভাষায় লেখো। ৬। পত্র লেখো :: ধরো, তোমার ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেছে ফেসবুকে তুমি ঢুকতে পারছ না তাই ইন্টারনেট চালু করার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো। (নয়নের মনি)
Posted on: Sun, 30 Nov 2014 09:33:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015