এত্তো এত্তো friend request থেকে - TopicsExpress



          

এত্তো এত্তো friend request থেকে খুঁটে বেছে accept করা অনেক সময়ের বেপার ! আগে request button এ click করলে দুটো option এর একটিতে থাকতো accept , অন্যটিতে not now। তখন যাকে accept করিনি তাকে not now করে দিতাম , ফলে request button থেকে id name টা চলে যেত , কিন্তু followers list এ add থাকতো যাঁর ফলে নিয়মিত তাঁরা আমার post দেখতে পেতো । আর চাইলে বিরক্তিকর আইডিগুলো ওখান থেকেই চিরদিনের মতো request করা cancel করা যেত । এতে করে request accept বা cancel একটু সুবিধা হতো । কিন্তু হায় ! এখন হয় delete করতে হবে নাহয় accept করতে হবে । delete করলে তো তাঁরা followers থেকে ও চলে যায় ! :D নাহয় request button এ gathering করে থাকে । এজন্য request button আর click করতে ইচ্ছে হয় না । প্রিয় আগ্রহী বন্ধু , আপনার যদি মনে হয় আমি আপনাকে accept করবোই , then inbox এ কিছু লিখে পাঠান । আপনার লেখার ধরণ ও profile status দেখে ভালো লাগলেই আমি অবশ্যই accept করবো ! নাহয় fb তে কি করবো বলুন ? চাইলে post এ comment করুন । এটুকু সুযোগ তো আপনার কাছ থেকে আমার প্রাপ্য ! নয় কি ? যেহেতু বন্ধু হবেন ! আর status দেখে যে friend request পাঠায় সেই তো প্রকৃত আগ্রহী বন্ধু ! :)
Posted on: Wed, 22 Oct 2014 08:48:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015