★~~এন্ড্রয়েড দিয়ে পিসিতে - TopicsExpress



          

★~~এন্ড্রয়েড দিয়ে পিসিতে নেট ব্যবহার~~★ ================================== অনেকেই এটা জানে তাই যারা না জানে পোস্টটা তাদের জন্য করা হলো।আপনার এন্ড্রয়েড এ নেট ডেটা সেটা দিয়ে যেমন মডেম এর মাধ্যমে পিসিতে নেট চালাতে পারতে ওইরকম এন্ড্রয়েড দিয়েও পারবেন।জাভা ফোন গুলোর জন্য পিসি সুইট লাগলেও এন্ড্রয়েড এর জন্য সেটার প্রয়োজন নেই কিন্তু তার জন্য আপনার পিসি Windows Vista,7,8,8.1 এসব হতে হবে কিন্তু XP তে চালাতে হলে App এবং পিসি এর সফটওয়ার লাগবে।এখানে আমি XP তে কিভাবে কিরতে হবে ওইটা সহ বলবো। ★Windows Vista,7,8,8.1 এর সহজ পদ্ধতি:১। আপনার মোবাইলের Settings থেকে Developer Options থেকে USB Debugging এ টিক দিন।অনেক মোবাইলে Developer Options থাকে না তারা Settings থেকে About Phone এ যান এবং Build Number এর উপর সাত বার চাপুন তাহলে Settings থেকে Developer Option টি পাবেন। এইটা এই পদ্ধতির জন্য Optional চাইলে নাও করতে পারেন। ২।তারপর ডেটা কানেকশন(Data connection)চালু করুন। ৩।এখন USB Data Cable দিয়ে পিসি এর সাথে লাগান। ৪।এখন মোবাইল থেকে Settings→more→t ethering and Hotspot এ যান এবং USB Tethering এ টিক দিন। ৫।এখন কিছুক্ষণ অপেক্ষা করুন পিসি ড্রাইভার পাওয়া মাত্রই পিসিতে নেট কানেক্টেড হয়ে যাবে। ★এটাতে সব Windows XP,Vista,7,8,8.1 এ নেট চালানো সম্ভব। ১।এটাতে আপনার যা যা প্রয়োজন। Easy Tether Pro.apk →goo.gl/C1zIgw Easy Tether.exe→ goo.gl/9nUanW এগুলো ডাওনলোড করে নিন। ২।USB Debugging চালু করুন (বিস্তারিত Windows Vista,7,8,8.1 এর সহজ পদ্ধতি এর ১ নং)এই পদ্ধতিতে এটা বাধ্যতামূলক। ৩।মোবাইলে Easy Tether Pro.apk মোবাইলে Install করুন এবং পিসিতে Easy Tether.exe Install করুন। ৪।এখন ডেটা কানেকশন চালু রেখে Data Cable দিয়ে কানেক্ট করুন। এবং USB Driver যদি আগে থেকে ইন্সটল না থাকে সেক্ষত্রে পিসি রিস্টার্ট চাইলে রিস্টার্ট করবেন আর যদি তা ইন্সটল থাকে তাহলে কোনো ইন্সটল প্রসেস হবে না। ৫।এখন Windows এর Taskbar থেকে Easy Tether Icon এ Right click করুন।এখন তিনটা অপশন দেখতে পাবেন Connect Via Android,Settings,Exit এখানে Connect Via Android দিয়ে কানেক্ট করে নেট চালান। ==== বিঃদ্র: ==== ★পোস্ট লেখতে বেশি সময় দিতে পারি না তাই ভুল থাকতেই পারে সেক্ষেত্রে ক্ষমা করবেন। ★দ্বিতীয় পদ্ধতিটা বিশেষ করে XP এর জন্য দিলাম। ★যারা জানে না পোস্টটা তাদের জন্য যারা জানেন তারা Old,আমি এটা দশ বছর আগে থেকেই জানি ইত্যাদি ইত্যাদি বলবেন না এটা আবেদন।
Posted on: Sun, 31 Aug 2014 09:56:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015