এন্ড্রয়েড মোবাইল কেনার - TopicsExpress



          

এন্ড্রয়েড মোবাইল কেনার আগে যে ৬ টি বিষয় জানা জরুরী আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আবারো এন্ড্রয়েড নিয়ে আপনাদের কিছু সাজেস্ট করবো। যদি আপনি এন্ড্রয়েড মোবাইল কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই পোস্টটি কিছুটা হলেও আপনার সহায়ক হবে। তাহলে চলুন মুল প্রসংগে চলে যায় .... এন্ড্রয়েড মোবাইল কেনার আগে আপনাকে অবশ্যই ৬ টি বিষয় মাথায় রাখতে হবে। ১→ Ram ram এর ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ যদি মোবাইলে ram কম থাকে তাহলে অল্পতেই আপনার মোবাইল শ্লো হয়ে যাবে। আর শ্লো মোবাইল চালাতে কার ভালো লাগে বলেন? মাথা গরম! তো মেজাজ চরম!! তাই ঠান্ডা মাথায় আরামে মোবাইল চালাতে হলে আপনার মোবাইলে অবশ্যই মিনিমাম 1GB RAM থাকা উচিত। ২→Battery এটি মোবাইলের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ব্যাটারি দুর্বল হলে মোবাইলের স্পীড দিয়ে কি হবে? না খেলতে পারবেন গেম, না দেখতে পারবেন ভিডিও। কিছুতেই শান্তি পাবেননা। কিছুক্ষণ টিপাটিপিতেই ব্যাটারি লো দেখাবে। তাই আপনাকে বলবো, মোবাইল কেনার আগে দেখবেন ব্যাটারিটা যেন মিনিমাম 2200 MAH হয়। ৩→Front Camera আজকাল সেলফি র নেশায় পাইছে সবাইরে। কি জোয়ান কি বুড়া। সবাই দেখি সেলফি রোগে আক্রান্ত। কিন্তু ফ্রন্ট ক্যামেরা যদি নিম্ন মানের হয়, তাহলে সেলফি কেমন হবে বুজতেই পারছেন। তাই বলবো, মোবাইলটা কেনার আগে দেখে নিবেন ফ্রন্ট ক্যামেরা যেন মিনিমাম 2 MP হয়। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা ভালো না হলে video call করেওতো মজা পাবেননা। সবকিছুই ঝাপসা দেখবেন। ৪→Camera মুল ক্যামেরা যেন ভাই 5 MP এর নীচে না হয়। কারণ বিভিন্ন অনুষ্ঠানে ছবি তোলা বা ভিডিও করার জন্য মিনিনাম ফাইভ মেগাপিক্সেল হওয়াটা জরুরী। ৫→Latest Varsion চেস্টা করবেন লেটেস্ট ভার্সন টা নিতে। যদি তা সম্ভব না হয়, অন্তত লেটেস্ট ভার্সনে আপগ্রেডেবল কিনা সেটি নিশ্চিত হয়ে নিবেন। এখন কিন্তু মার্কেটে এভল্যাবল Android 5.0 ললিপপ। আর আমার জানামতে এটাই হচ্ছে এন্ড্রয়েডের সর্বশেষ ভার্সন। ৬→ clone mobile মোবাইল কিনবেন খুশির কথা। কিন্তু এতো টাকা দিয়ে মোবাইল কিনবেন, আর সেটা যদি হয় ক্লোন মোবাইল বা কপি মোবাইল হয় তাহলে ভাই মরছেন। দেখা গেল দোকানীর মিষ্টি কথায় আপনি গলে গেলেন। টাকা নিল অরিজিনাল মোবাইলের, আর আপনার হাতে গছিয়ে দিল ডুপ্লিকেট মোবাইল। তাই বলবো, মোবাইল সম্পর্কে ভালো অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে যাবেন। মোবাইল কেনার পর আপনার আরো কিছু কাজ রয়েছে। মোবাইলটি বাসায় এনে অফ করে ৮/১০ ঘন্টা চার্জে লাগিয়ে রাখুন। যেই software গুলো আপনার মোবাইলের জন্য জরুরী সেগুলো install করে নিন। আমি কয়েকটি নাম বলে দিচ্ছি। ১→ Clean Master বা DU Speed Booster 2→Android Assistant Manager ৩→Internet Speed Meter ৪→Advance Task Killer ৫→3G WachDog ৬→Greenify এবং ৭→Ridmik Keyboard প্রতিটা সফটওয়্যার এর কার্যকারীতা সম্পর্কে বর্ণনা করতে গেলে পোস্ট অনেক বড় হয়ে যাবে। তাই শুধু নামগুলো বলে দিলাম। সর্বশেষ একটি কথায় বলবো, একজন শিক্ষকের কাছে যেমন সকল ছাত্রই সমান, তেমনি একজন ফোন বিক্রেতার কাছেও সকল ফোনই সমান গুরুত্বপূর্ণ। তাই বলবো, দোকানীর মিষ্টি কথায় না ভুলে নিজের বিবেচনায় মোবাইল কিনুন। অনেক সময় ব্যয় করে পোস্টখানা লিখলাম। কমেন্ট করতে আলসেমি লাগলেও পড়া শেষে অন্তত একটি লাইক দিয়ে যাবেন আশা করি। তাহলে পরবর্তী পোস্ট লিখতে উৎসাহিত হবো। ধন্যবাদ সবাইকে সময় ব্যয় করে পোস্টটি পড়ার জন্য। মিজান, আগানগর।
Posted on: Thu, 25 Dec 2014 09:54:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015