এবারে আমাদের EEE কোর্সের - TopicsExpress



          

এবারে আমাদের EEE কোর্সের জন্যে প্রোজেক্ট হিসেবে ছিল, Electronics এর কিছু সিলেক্টেড টপিকের উপর আমাদেরকে বাংলায় ভিডিও টিউটোরিয়াল বানাতে হবে। নিচের যে বস্তুটি, সেটি এরই সুবাদে বানানো :D আমাদের টপিক ছিলো MOSFET এর উপর। ( HSC তে Electronics চ্যাপ্টারে FET [Field Effect Transistor] আছে, MOSFET হচ্ছে এক ধরনের FET ) আমাদের target audience ছিলো কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীরা। এই ভিডিওটি আসলে তাদের জন্যেই বানানো। আর তারা যেন মোটামুটি সহজেই বিষয়গুলো বুঝতে পারে, এজন্যে অনেকটাই সহজ করে বুঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে আমি ফাউ, শুধু ভয়েস দিসি :D আর Video Editing, Audio Processing, Animation,আরো হাবিজাবি যা যা কাজ আছে, সম্পুর্ণ কাজ করেছে Samil Salman। এই প্রোজেক্ট-গ্রুপে আরো ছিলো মোত্তাকিন চৌধুরী, Sahed Neloy,Rayhan Chowdhury, Muhim Muktadir Zim. এরা আরো বড় ফাউ 3:) Soumitra Roy Joy স্যার, আমাদের কোর্স এ এবার এই প্রোজেক্টটি দেওয়ার পিছনে আপনার অনেক বড় যে চিন্তাটি ছিলো, এই ভিডিওটি আপনার সেই চিন্তার বাস্তবায়নে সামান্য কাজে লাগলেও নিজেদেরকে ধন্য মনে করবো। আমাদের প্রথম কাজ এবং আসলেই অনেক অনেক তাড়াহুড়ার মধ্যে বানানো,তাই ভুল-ত্রুটির জন্যে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাইকে অনুরোধ করবো টিউটোরিয়ালটি দেখার জন্যে। ধন্যবাদ। :) https://youtube/watch?v=525nURxYHrs
Posted on: Fri, 14 Nov 2014 05:09:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015