এবার মোবাইল দিয়েই বাংলা - TopicsExpress



          

এবার মোবাইল দিয়েই বাংলা লিখুন আরো সহজে !! বর্তমান সময়ে মোবাইল জিনিসটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মোবাইল বিহীন আমরা একটা মুহূর্তও কল্পনা করতে পারিনা। আর মোবাইল এর এখনকার সর্বোত্তম ব্যাবহার শুধুমাত্র কথা বলা বা টেক্সট আদান-প্রদানের ভিতরই শুধু সীমাবদ্ধ নয়। এখন মোবাইল বেশি ব্যাবহার করা হয় ইন্টারনেট ব্রাউজিং করতে। আর এখন বাংলাদেশের প্রেক্ষিতে ইন্টারনেট বলতে ফেসবুককেই বেশি গুরুত্ব দেয়া হয়। এই ফেসবুকের মাধ্যমেই মানুষ তার মনের ভাষা খুব সহজেই সবার সাথে শেয়ার করতে পারে। আর বাংলাতে মনের ভাষা শেয়ার করার বিষয় উঠলে তো কোনো কথাই নেই। আমরা বিভিন্ন স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই বাংলা লিখতে পারি। কিন্তু সব জাভা সেট কিংবা সিম্বিয়ান ফোনে বাংলা লেখাটা এতো বেশি সহজ নয়। এর আগে আমরা বাংলা লিখতে ইন্ডি-এসএমএস, পানিনি-বাংলাসহ বিভিন্ন অনলাইন আপ্লিকেশন ব্যাবহার করতাম। আজ আমি আপনাদের সাথে একটা অপেরা শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন। এখান থেকে বাংলা লিখে সেটা আবার এসএমএস হিসেবেও কাউকে পাঠাতে পারবেন। এটা সকল সিম্বিয়ান এবং জাভা সাপোর্টেড ফোনে কাজ করবে। বাংলা লেখার ধাপ সমূহঃ ১। আর কথা নয়, এবার অপেরাটা freeapps24.info/2013/07/downloading-opera-mini-bangla-writeable.html ডাউনলোড করে নেন। ২। এবার অপেরাটা আপনার ফোনে ইন্সটল করুন। তারপর এটা ওপেন করুন। ৩। এবার কোন লেখার বক্সে গিয়ে menu তে গিয়ে ইনপুট ভাষা বাছুন এ যান এবং এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করুন। ৪। এবার আপনি বাংলা লেখা শুরু করে দিন। ৫। ফোন এর অক্ষর গুলাতে নিম্নলিখিত সন্নিবেশ রয়েছেঃ 1- . , । ১ 2- অ আ ই ঈ া ি ী ২ 3- উ ঊ ঋ এ ু ূ ৃ ে ৩ 4- ঐ অ ঔ ক ৈ ো ৌ ৪ 5- খ গ ঘ ঙ চ ছ জ ৫ 6- ঝ ঞ ট ঠ ড ঢ ণ ৬ 7- ত থ দ ধ ন প ফ ব ৭ 8- ভ ম য র ল শ ষ ৮ 9- স হ ড় ঢ় য় ৎ ং ঃ ৯ 10- [নিজে দেখে নিন] ( ) { } [] ৬। এরপর বাংলা লিখে কাউকে এসএমএস করতে চাইলে menu তে গিয়ে edit অপশন এ গিয়ে mark সিলেক্ট করুন। এবার মার্ক করা হয়ে গেলে সেটা এবার edit অপশন থেকে সেটা কপি করুন এবং টেক্সট মেসেজ এ গিয়ে সেটা পেস্ট করে যাকে পাঠাবেন তাকে সেন্ড করুন। ৭। আবার ইংলিশ লিখতে গেলে মেনু তে গিয়ে ভাষা নির্বাচন অপশন থেকে English সিলেক্ট করুন। আমার দেখা মতে ফোনে বাংলা লেখার জন্যে এটাই সর্বোৎকৃষ্ট অ্যাপ্লিকেশন। কয়েকদিন চেষ্টা করুন, তখন দেখবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি লিখতে পারবেন।
Posted on: Fri, 12 Jul 2013 06:26:38 +0000

Trending Topics



tbody" style="min-height:30px;">
FOR SALE! 2010 Camaro 1SS. Car as 23k miles on it, drivetrain and

Recently Viewed Topics




© 2015