এমনিতেই হ্যাংলা পাতলা - TopicsExpress



          

এমনিতেই হ্যাংলা পাতলা লোক, তারপর গতকাইল রস বের করার হুমকিতে পুরাই চুপসে গেছিলাম। সারাদিনে ভয়ে কিচ্ছু লিখি নাই। ফোন দিয়া অনেক বিবাহিত সাংবাদিক ভাইকে সতর্কও করেছি ভাই ভাবীরে নিরাপদে রাখেন। মন্ত্রীসাপ হুমকি দিছে বউ নিয়া ঘরে থাকতে পারবেন না। আমার তো নাই তাই আমি কদর বুঝি, সময় থাকতে সাবধান হন। একবার প্রেমিকা ছুটলে আরেকটা পাবেন। আর আমার মতো যদি কেউ নাও থাকেন, তাও সেমেস্যা নাই বইপত্তের বোঝা নিয়া সাথে দক্ষিণ ভারতের মুভি দেইখ্যা সময় পার করতে পারবেন। কিন্তু মন্ত্রীর হুঙ্কার, বউ হারাইলে কি করবেন। আজীবন পুরাই বিচিকলা আর মুড়ি খাইয়া টাইম পাস করতে হবে। বুইঝা লন সময় গেলে সাধন হপে না। মন্ত্রী মহোদয় আমাদের পড়ালেখা করতে বলেছেন। এম্নিতেই একমাত্র প্রেমে পড়া ছাড়া বিভিন্ন বিষয়ে প্রতিদিন প্রচুর পড়ি। বই তো পড়িই মাঝে মধ্যে বেখেয়ালে নামতে গিয়ে সিড়ি থেকেও পিছলে পড়ি। যাক সেইডা কথা না মন্ত্রী মহোদয় এতো বিষয় থাকতে সাংবাদিকতার সাথে রসের সম্পর্ক পাইলেন কোথায়? ওতো বিষয় থাকতে উনি রস কেনো বের করতে যাবেন? অবশেষে জনৈক দুষ্টু বালক জানালো মন্ত্রীমহোদয়ের দুর্বিনীত যৌবনের সময় জনৈক গুপ্তদার সাথে পরিচয় থাকতে পারে। উনার নামের আদ্যাক্ষরেই রস যুক্ত আছে। ফলে উনার জীবনটাই রসে রসময়। উনি ভরা মজলিসে বিড়ি টানেন, রসের হাঁড়ি উপচে দিয়ে গান গান। আর এবারের সিলেটর বক্তব্য তো পুরোই রসে রসময়। হায় আমরা এই রসময় বাংলাদেশ চেয়েছিলাম। আসুন এর থেকে বাঁচতে___ ১. নিয়মিত স্টেজে উইঠ্যা ধুমপান করি। ২. জোর কৈরা স্টেজে উইঠ্যা রোদ্দুর রায়ের মত গান গাই। ৩. সিলোডি ভাষায় বক্তব্য দেই। ৪. কর্মস্থলে টেবিলে বৈসা ঘুমাই। ৫. বিশেষ স্থান পরিষ্কার রাখুন, যাতে কেউ ছিড়তে না পারে। ৬. প্রয়োজনে স্টিলের অন্তর্বাস পরুন, যাতে বাঁশ ঢুকে না যায়। ৭. নাতি দাদার কথা না শুনুক, আপনরা নীতিমালা মেনে চলুন। ৮. বেশি বেশি পানি খান, মুত্রথলিতে রস জমা রাখুন। ৯. রসের টাংকি, রস চাহিবামাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে লেখা টিশার্ট পরুন। ১০. জনৈক রসযুক্ত গুপ্তদার সাহিত্য পড়ুন, সম্ভব না হলে অমি পিয়াল, আইজু, আরিফ জেবতিকদের লেখা পড়ে দুধের স্বাদ ঘোলে মেটান। ১১. বিবাহিতরা দ্রুত বউ তালাক দিয়ে দিন কিংবা নিজের বউকে বলুন এটা বউ না প্রেমিকা। তাহলে বৌ নিয়ে ঘরে থাকতে কেউ বাধা দেবে না। ১২. সম্ভব হলে সাংবাদিকতায় মাস্টার্স করা মেয়েকে বিয়ে করুন, যাতে বুঝিয়ে বলতে পারেন আপনার ইয়ে সাংবাদিকতার ঐশী বাণী প্রাপ্ত। ১৩. টিনের চশমা পরে একটা স্টিক হাতে নিয়ে ঘুরুন। অন্ধ ভেবে আপনাকে কিছু বলবে না। ১৪. ইশারায় কথা বলুন। বোবা ভেবে অন্তত কেউ আপনাকে বাঁশ দেবে না। ১৫. কানে শুনলেও নকল এয়ার ফোন নিয়ে ঘুরুন। এতে করে একই সাথে বধিরে অভিনয়ের সাথে সাথে বডিগার্ড মুভির ছোলেমান খানের নকলও করতে পারবেন। ^_^ ^_^ :*
Posted on: Sun, 10 Aug 2014 20:09:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015