এমনিতে যেসব বিদেশ ফেরত - TopicsExpress



          

এমনিতে যেসব বিদেশ ফেরত পাবলিক দেশে এসে কানের কাছে বাংলাদেশের সাথে অন্য দেশের তুলনা করে তাদের দু চক্ষে দেখতে পারিনা! তাদের আর কোন কাজ নাই, শুধু বলবে ওই দেশের নিয়ম কানুন এমন, ওই দেশের রাস্তাঘাট তেমন, এই সেই হেত তেন কিন্তু বাংলাদেশে এর কিছুই নাই!!!!! তার উপর দেশে থাকতে যে ছেলে পরীক্ষায় ইংরেজিতে হরদম ফেল করতো কিংবা স্যারের বিশেষ বিবেচনা ছাড়া অন্য ক্লাসে প্রমোশান পেতো না সেই ছেলেই বিদেশ ঘুরে এসে যখন তার ইংরেজি জ্ঞান দেখানোর জন্য ইংরেজিতে আজাইরা কপচানি শুরু করে তখন মনে মনে বলি,হায় রে দুধের শিশু, বাপ রে শিখাইতে আসছিস সন্তান ক্যামনে জন্ম দিতে হয়। :/ >:( ডিয়ার বিদেশ ফেরত জ্ঞানী পোলাপাইন ফ্রেন্ডস, Dont Try To Teach Your Father How To F**k. He Knows It Better Than You. >:( মনে রাখিস!!! >:( বি.দ্র. এমনিতে যেসব বিদেশ ফেরত যে ছেলে পরীক্ষায় খেয়াল করুন এখানে যে এবং যেসব ব্যবহার করা হয়েছে!! আপনি কি এই যে বা যেসব এর মাঝে পড়েন? যদি উত্তর হ্যা হয় তবে আপনাকে বলছি। আর যদি না হয় হবে তবে ধন্যবাদ আপনাকে!!! :)
Posted on: Sat, 22 Nov 2014 09:11:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015