এমন যদি হতো আমি পাখির মতো - TopicsExpress



          

এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষন পালাই বহুদুরে ... ক্লান্ত ভবঘুরে ফিরবো ঘরে; কোথায় এমন ঘর । বৃক্ষ তলে শুয়ে ... তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না, ঘুমও স্বার্থপর !
Posted on: Tue, 25 Nov 2014 18:28:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015