এম্বি কেনার সাথে সাথেই - TopicsExpress



          

এম্বি কেনার সাথে সাথেই শেষ হয়ে যায়?এদিকে আসুন।নিয়ে নিন সমাধান।(রুট ও নন রুট ইউজারদের জন্য) এখন আর আমরা আগের মত জাভা ফোন ব্যবহার করি না।এখন ফোন মানেই স্মার্টফোন,আর স্মার্টফোন মানেই হচ্ছে এন্ড্রয়েড ফোন।আমরা সকলেই এখন কম বেশি এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি।কিন্তু এই ফোনের সব থেকে বড় সমস্যা খুব দ্রুত ডাটা খরচ হয়ে যায়।এম্বি কেনার পর ডাটা কানেকশন অন করার সাথে সাথেই সব এম্বি ব্যবহার না করা সত্ত্বেও এম্বি ফুরিয়ে যায়।এখন এর কি কোন সমাধান নেই??? আজ আমি এই সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম। এখন থেকে ঠিক যতটুকু ডাটা ব্যবহার করবেন ঠিক ততটুকুই খরচ হবে।প্রথমেই নিচের দেয়া Link থেকে APP টি ডাউনলোড করে ফেলুন এবং আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করে ফেলুন।ইন্সটল হয়ে গেলে এপটি OPEN করে ফেলুন।এখন এম্বি দিয়ে যেই যেই এপ গুলো চালাতে চান শুধু সেই এপে টিক দিন। (যেমন-আপনি অপেরা মিনি চালাতে চাইলে শুধু অপেরা মিনি তে টিক মার্ক দিন)।টিক দেয়া হয়ে গেলে ফোনের মেনু বাটন প্রেস করে Enable অপশনটি চাপুন।এবার ডাটা কানেকশন অন করে মার্ক করা এপ গুলো চালাতে থাকুন।তবে যেই এপ গুলোতে মার্ক করা নেই সেই এপ গুলো চালাতে পারবেন না।(যেমন- Whatsapp এ মার্ক করা নেই তাহলে Whatsapp চালাতে পারবেন না)এবার আর ডাটার অবচয় হবে না।যতুটুকু ব্যবহার করবেন ঠিক ততটুকুই খরচ হবে। Download Link: apknext/download-apk/afwall-donate-apk-premium-android-apps.html (Direct Download Link) PlayStore Link: https://play.google/store/apps/details?id=dev.ukanth.ufirewall&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Dafwall%2B&pcampaignid=APPU_wuuPVNKTHIiQuASY0YK4Cw উপরের দেয়া এপটি শুধুমাত্র রুট ইউজার দের জন্য। তবে যারা রুট করেন নাই,তারা হতাশ হবেন না,কেননা আপনাদের জন্য অনেক খোজাখোজির পর এরকম একটি এপ নিয়ে এলাম,নিচের Link থেকে ডাউনলোড করে ফেলুন। নন রুট ইউজার দের জন্য: appsapk/noroot-firewall/ তো আর দেরী কেন এখনি ডাউনলোড করে ফেলুন,আর ডাটার অপ্রয়োজনীয় ব্যবহার/অবচয় রোধ করুন। পোস্টটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।আপনার একটি মাত্র লাইক পরবর্তীতে নতুন পোস্ট দেয়ার অনুপ্রেরণা দেয়।সবাই ভালো থাকবেন,এন্ড্রয়েড সমগ্র - এর সাথেই থাকবেন।
Posted on: Tue, 16 Dec 2014 09:34:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015