এলিয়েন রহস্য জানার জন্য - TopicsExpress



          

এলিয়েন রহস্য জানার জন্য মানুষ হাজার হাজার বছর চেষ্টা করেছে কিন্তু এখনো কোন সিদ্ধান্তে পৌছাতে পারেনি। হয়তো আরও হাজার বছর লাগবে। অথবা এই রহস্য কোনদিনও ভেদ হবেনা। এটা নিয়ে জল্পনা কল্পনার তাই আর শেষ নেই। তবে এই রহস্য আরও ঘনীভূত করেছে যে বস্তু তার নাম ইউএফও (U.f.o)। পৃথিবীর আকাশে মাঝে মাঝেই দেখতে পাওয়া উড়ন্ত এই অদ্ভুত বস্তু এর ব্যাখাও মানুষের কাছে রয়ে গেছে অধরা।সম্প্রতি সৌরজগতের বাইরে প্রথম এলিয়েন মুন বা চাঁদ আবিষ্কারের দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব নটরডেমের বিজ্ঞানীরা চলতি গবেষণায় সৌরজগতের বাইরে প্রথম উপগ্রহ বা চাঁদ আবিষ্কৃত হওয়ার বিষয়ে জোর দাবি করেছেন। সৌরজগতের বাইরে আবিষ্কৃত গ্রহগুলোকে যেমন বলা হয় এলিয়েন গ্রহ তেমনি উপগ্রহকেও এলিয়েন মুন বলা হয়। এলিয়েন মুন মানে সৌরজগত তথা আমাদের সূর্যকেন্দ্রিক গ্রহ ব্যবস্থার বাইরে খুঁজে পাওয়া কোন উপগ্রহ। জ্যোতির্বিজ্ঞানীরা এগুলোকে exomoons কিংবা alien moon নামে পরিচয় করিয়ে দিচ্ছেন। গবেষকরা লক্ষ্য করেন, একটি গ্রহ সদৃশ বস্তু অপেক্ষাকৃত বড় একটি গ্রহকে কেন্দ্র করে ঘুরছে। আপেক্ষিকভাবে এটি সৌরজগতের নিকটবর্তী। বস্তু দুটির মধ্যকার দূরত্ব মাপা হয়েছে ১৮০০ আলোকবর্ষ। যে বস্তুটিকে কেন্দ্র করে অপরটি ঘূর্ণায়মান আছে সেটিকে গ্রহ বিবেচনা করা হচ্ছে। এটার ভর বৃহস্পতির ভর থেকে ৪ গুণ বেশি। এলিয়েন চাঁদটি আমাদের পৃথিবীর ভরের অর্ধেকের সমান। গবেষকদের প্রাপ্ত তথ্যাদি নির্ভূল হয়ে থাকলে, এটিই হবে জ্যোতির্বিজ্ঞানে প্রথম এলিয়েন চাঁদ বা exomoon। #তথ্য_গুলো_সংগৃহীত :) =D :)
Posted on: Tue, 06 Jan 2015 14:43:10 +0000

Recently Viewed Topics




© 2015