এড়িয়ে যাবেন না , - TopicsExpress



          

এড়িয়ে যাবেন না , অনুগ্রহপূর্বক লেখাটি পড়ুন ও শেয়ার করে ছড়িয়ে দিন ------------------------------------------------------------------------ ইহুদি দের টপকে হিন্দুরা এখন আমেরিকায় শিক্ষায় , মেধায় , আর্থিক ও সামাজিক সহ সকল সূচকে উচ্চতর অবস্থানে ( এক নম্বর ) আছে । পূর্বে ইহুদিদের দখলে ছিল এই স্থান , খ্রিস্টানদের অবস্থান অনেক পেছনে । আমেরিকান সরকারের জরিপ অনুযায়ী এ তথ্য জানা গেছে যা আমাদের জন্য গর্বের বিষয় । কিছু তথ্য: * ৩৬ % নাসা বিজ্ঞানী হিন্দু * ৩৮ % আমেরিকার ডাক্তার হিন্দু * ৩৪ %মাইক্রোসফটের কর্মকর্তা হিন্দু * ২৮ % আইবিএম কর্মকর্তা হিন্দু * ১৭ % ইন্টেল কর্মকর্তা হিন্দু * ৪৮% আমেরিকান হিন্দুরই স্নাতকোত্তর ডিগ্রি আছে, বিবাহ বিচ্ছেদের হারও এদের মধ্যে কম। * ৪৮% আমেরিকান হিন্দুর পারিবারিক আয় ১০০,০০০ মার্কিন ডলার বা তার বেশি। ৭০% অন্তত ৭৫,০০০ মার্কিন ডলার আয় করে। এটি যুক্তরাষ্ট্রের ধর্মসম্প্রদায়গুলির মধ্যে সর্বোচ্চ । ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ স্টেট-এর রিপোর্ট অনুযায়ী সেদেশের মোট হিন্দুর সংখ্যা ২.৪ মিলিয়ন; যা মার্কিন জনসংখ্যার প্রায় ০.৭%। হিন্দুধর্মের বিভিন্ন ধারণা―যেমন কর্মবাদ, পুনর্জন্মবাদ ও যোগসাধনা―এখন মূলধারার মার্কিন জনসাধারণের কাছে সুপরিচিত। ২৪% আমেরিকান হিন্দুধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ পুনর্জন্মবাদে বিশ্বাসী ( link :voice of america :voanews/content/hinds_most_educated_highest_earning_religion/1449355.html ) timesofindia.indiatimes/india/36-of-scientists-at-NASA-are-Indians-Govt-survey/articleshow/2853178.cms?intenttarget=no en.wikipedia.org/wiki/Hinduism_in_the_United_States #পোষ্টটি ভাল লাগলে অনুগ্রহপূর্বক comment করে জানাবেন
Posted on: Thu, 06 Nov 2014 13:17:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015