ও আমার দেশের মাটি, - TopicsExpress



          

ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥ তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥ ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥ ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা-- তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা! আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানু দিন ঘরের মাঝে-- তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥ O my native soil, I bow my head to you in deep obeisance. In you rests the universe, on you is spread the love of the universal mother. You have become blended in my body, You have united with my heart and soul, That verdant, tender form of yours is imprinted forever in my heart of hearts. O Mother, my birth is on your lap, on your breast my death. On you, all my play of sorrow and happiness. You have put succour in my mouth, You have comforted me with cool waters, You have always been the all enduring, all suffering mother’s Mother. O Mother, much have I eaten out of your hands, I have taken gifts galore— Yet what have I given you in return I know not! My life has gone by in futile pursuits, I have spent my days hemmed in within my room— For naught have you given me vigour, O Almighty.
Posted on: Sun, 26 Oct 2014 13:14:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015