ওরা মানুষ না ওরা - TopicsExpress



          

ওরা মানুষ না ওরা সিলেটি এরকম একটা বাক্য খুব দ্রুত ছড়িয়ে পরেছিলো নন- সিলেটি ভাই ব্রাদারদের স্টেটাসে স্টেটাসে। খুব সত্য কথা, কারন তারা যে লেভেলের মানুষ সে লেভেলে সিলেটি লোকদের মনুষত্ব্য এখনো পৌঁছায়নি।কারন, সিলেটিরা এখনো ভিক্ষা দিতে জানে,অতিথি আসলে বলে বসেন দুইটা দিন থাকেন,এখনো সঠিক প্রগতিশীলতা, শিল্প- সংস্কৃতিত ে এগিয়ে আছে সিলেট, এখনো সিলেটে গন্ডায় গন্ডায় ধর্ষন হয়না,সব ধরনের অপরাধের ক্ষেত্রে সিলেট এখনো অনেক পিছিয়ে। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন, এখনো এখানে হরতাল অবরোধে অন্তত দশটা খুন বিশটা মানুষ পোড়ানো হয়না। এখনো এখানে হাতে দামী ফোন গলা ভর্তি গহনা নিয়ে হাঁটতে পারা যায়। (এখানে বলে রাখা ভালো,সিলেটে সংগঠিত অধিকাংশ খুন ছিন্তাই চুরি চামারিতে জড়িত সিংহভাগ নন- সিলেটি) এখনো সিলেটে রাজনৈতিক, ধর্মীয়,সর্বসংক্রান্ত বিভেদ প্রকটাকার ধারন করতে পারেনি। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন, সিলেট যদি নিজেকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবেও ঘোষনা করে তাহলে তার আভ্যন্তরিন মেধা,খনিজ সম্পদ,প্রাকৃতিক সম্পদ,পর্যটন শিল্পের অপার সম্ভাবনা,সর্বোচ্চ রেমিটেন্স নিয়ে আসা বিভাগ হিসেবে নিজেকে একটি আধুনিক সার্বভৌম অংশে পরিণত করতে পারবে। সিলেটিরা এখনো মানুষ হতে পারেনি কারন, এটা শাহজালাল শাহপরান সাহেবের স্মৃতি বিজড়িত পুন্যভুমি।এখানে আসতে গেলে গরু বোঝাই এর মত করে দল বেঁধে দশটা বিশটা বাসে করে নন-সিলেটিদের সিলেট আসতে হয়,এসে হেগে মুতে পরিবেশ নষ্ট করতে হয়। সিলেটিরা দিল খুলে বলিতে জানে, আবার আসবেন। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন একটা দেশ চালাবার মতো ক্ষমতা সিলেট একাই রাখে।সিলেটের চা ছাড়া বাংলাদেশে সকাল হয়না। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন, নন- সিলেটির া যখন সিলেটকে দ্বিতীয় লন্ডন বলে তখন মনের কোনে গোপন ইর্ষা পোষন করে।কারন এই সিলেটের লিল্লা খেয়ে অনেকেই বেঁচে থাকে।সামগ্রিক অর্থনীতিতে বিশাল অবদান সিলেটের। উৎসর্গ ঃ-গত দুদিন যারা সিলেটিদের নিয়ে বাজে কথা বলেছে আবাদি সম্প্রদায়।
Posted on: Thu, 28 Nov 2013 13:43:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015