ওয়েটিংদের রিপোর্ট করা - TopicsExpress



          

ওয়েটিংদের রিপোর্ট করা অর্থ ভর্তির দিন সকাল এগারোটার আগেই উপস্থিত থেকে ভর্তি হতে ইচ্ছা পোষণ করা। এসময় ভর্তিচ্ছুদের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্র জমা নেয়া হবে। আর প্রবেশপত্র জমা দেয়া মানেই ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করা। যারা প্রবেশপত্র এগারোটার আগেই জমা দিতে পারবে কেবলমাত্র তারাই ভর্তির জন্য বিবেচ্য হবে। আসন শুণ্য থাকা সাপেক্ষে মেধাক্রমানুসারে ভর্তি করানো হবে। চয়েস ফরম পূরণ করে পাঠানোর ডেট অপরিবর্তিত আছে। পূর্ব ঘোষিত ২০ ডিসেম্বরের মধ্যেই মেধাতালিকা, অপেক্ষমাণ তালিকা, কোটায় চান্সপ্রাপ্ত এবং কোটায় অপেক্ষমাণদের চয়েস ফরম পূরণ করে পাঠাতে হবে। উল্লেখ্য, যারা ২০ ডিসেম্বরের মধ্যে চয়েস ফরম পাঠাতে পারবে না তার ভর্তির দিন সকাল এগারোটার আগেই চয়েস ফরম জমা দিতে পারবে। --রাকিব কিশোর
Posted on: Fri, 12 Dec 2014 03:14:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015