কাঁদবেন না গল্পটা পড়ে - TopicsExpress



          

কাঁদবেন না গল্পটা পড়ে । ভালো লাগলে শেয়ার করুন পাড়ার শেষ হলে । একবার প্রেমিক প্রেমিকা বিয়ে করবে বলে ঠিক করলো, বিয়ের কয়েক মাস আগে মেয়েটির এক্সিডেন্ট হল আর তাঁর চেহারা পুরো পুরি নষ্ট হয়ে গেল! এর পর মেয়েটি ছেলেটিকে লিখল আমি তোমাকে বিয়ে করতে পারবোনা,কারনআম সারাজীবন এমন কুৎসিত থেকে যাব,তুমি তোমার জন্য সুন্দরি কোন মেয়ে খুজে বের কর কারন আমি তোমার যোগ্য না ! এরপর সে তাঁর প্রেমিক এর কাছ থেকে উত্তরপেল"যাই হোক আমার নিজের ও একটা সমস্যা হয়েছে আমার চোখে সমস্যা হয়েছে ডাক্তার বলেছে আমি অন্ধহয়ে থাকব এর পরেও যদি তুমি আমাকে গ্রহন করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব! এভাবেই তারা বিয়ে করে আর ভালোবাসা বোঝাপড়া আর আনন্দে ২০ বছর পারকরে দেয়...মেয়েটি অন্ধ স্বামীর চোখের আলো আর পথ প্রদর্শক হয়ে থাকে !এরপর একদিন মেয়েটি মৃত্যু সজ্জাতে চলে যায় কিন্তু মন খারাপ করে ফেলেযে সে তাঁর প্রিয়তমকে আবার অন্ধ অবস্থায় ফেলে যাবে !! শেষ পর্যন্তসে মারা যায় ! যেদিন সে মারা যায় সেদিনই তাঁর স্বামী সবাইকে অবাক করে দিয়ে চোখ খোলে!সে বলে " আমি অন্ধছিলাম না,আমি ভান করতাম যে আমি অন্ধ কারনসে যাতে তাঁর অসুন্দর চেহারার জন্য নিজেকে কখনো ছোটমনে করতে না পারে কারন আমার ভালোবাসা তাঁর চেহারার প্রতি ছিলনা,ছিল তাকে ঘিরেই" #vagabond
Posted on: Sun, 25 Aug 2013 16:26:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015