কেউ যদি আপনাকে মোবাইলে / - TopicsExpress



          

কেউ যদি আপনাকে মোবাইলে / Facebook -এ উত্যক্ত করে, আপনি BTRC তে ফোন করে কমপ্লেইন করবেন। ২৪ ঘন্টার মধ্যে একশন নিবে, ৩ দিনের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে। Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) Phone (PABX): + 880 29611111 Email: [email protected] শাস্তি: টেলিযোগাযোগ আইনের ৭০ ধারায় বলা হয়েছে, বার বার টেলিফোন করে কাউকে বিরক্ত করা বা অসুবিধার সৃষ্টি করাও শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে অপরাধীকে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড দেওয়ারও বিধান করা হয়েছে। **** বাংলাদেশের আইন কানুন **:)
Posted on: Thu, 26 Jun 2014 03:41:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015