কেউ যদি দায়িত্ব নিতে না - TopicsExpress



          

কেউ যদি দায়িত্ব নিতে না চায়, কেবল তারাই অন্য কে লাকী, তার অনেক কানেকশান আছে, সে কথা বলতে জানে, আমার শরম লাগে লোকের সাথে কথা বলতে, আমার বয়েস হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বলে দায়িত্ব এড়াতে চায়।সব কিছুর মুলে হলো দায়িত্ব নেয়া । আর দায়ত্ব নিলেই সবাই সমানভাবে আয় করবার সুযোগ পেতে পারে । এই ভিডিওটা যারা দেখবেন তারা জানবেন চাকুরী থেকে বিজিনেস কিভাবে নিজেকে আলাদা বলে প্রমাণ করে ার ম্যাট এর মত একজন সফল বিজিনেস ম্যান কেন এইখানে জয়েন করেছে এটা যদি লিগাল না হতো ম্যাট কোনদিন এই বিজিনেসে আস্ত না। যারা ক্যারাটবার্স নিয়ে প্রোপাগান্ডা করছে তাদের জন্য বলছি সামনে এসে কথা বলে জেনে নেয়ার সুযোগ আছে । পেছনে আজে বাজে কথা না বলে এসে আমাদের কাছ থেকে জেনে নিন ।।ক্যারাটবার্স কি এবং কেন করা দরকার ।। ক্যারাটবার্স রান্না ঘরের ডেস্কটপে বসে ইন্স্যরেন্স সেল করা নয় youtube/watch?v=cr8JC3d_TEw
Posted on: Thu, 15 Jan 2015 09:38:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015