কাকে বিয়ে করেছেন বা - TopicsExpress



          

কাকে বিয়ে করেছেন বা করবেন। @@@@@@@@@@@@@@@@@ আপনার ভাবনার কিছুই নাই,কারন আপনি যতটুকু ভাল ছিলেন তার চেয়ে সামান্যতম ভার মেয়ে বা ছেলে বিয়ে করছেন বলে যদি দাবি করেন তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন এটা ১০০% নিশ্চিত। এ মর্মে আল কুরআনের ঘোষণা :- ﺍﻟْﺨَﺒِﻴﺜَﺎﺕُ ﻟِﻠْﺨَﺒِﻴﺜِﻴﻦَ ﻭَﺍﻟْﺨَﺒِﻴﺜُﻮﻥَ ﻟِﻠْﺨَﺒِﻴﺜَﺎﺕِ ﻭَﺍﻟﻄَّﻴِّﺒَﺎﺕُ ﻟِﻠﻄَّﻴِّﺒِﻴﻦَ ﻭَﺍﻟﻄَّﻴِّﺒُﻮﻥَ ﻟِﻠﻄَّﻴِّﺒَﺎﺕِ ﺃُﻭْﻟَﺌِﻚَ ﻣُﺒَﺮَّﺅُﻭﻥَ ﻣِﻤَّﺎ ﻳَﻘُﻮﻟُﻮﻥَ ﻟَﻬُﻢ ﻣَّﻐْﻔِﺮَﺓٌ ﻭَﺭِﺯْﻕٌ ﻛَﺮِﻳﻢٌ ( 26 দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যে। সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যে। তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। Women impure are for men impure, and men impure for women impure and women of purity are for men of purity, and men of purity are for women of purity: these are not affected by what people say: for them there is forgiveness, and a provision honourable. সূরা নূর: আয়াত-২৬
Posted on: Mon, 13 Oct 2014 11:06:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015