কাকা সম্পর্কে কিছু - TopicsExpress



          

কাকা সম্পর্কে কিছু কথা!!! ১। কাকার পুরো নাম রিকার্ডো ইজাকসন দসসান্তোস লেইতি কাকা ২। তিনি ২২ এপ্রিল ১৯৮২ তে জন্ম গ্রহনকরেন। ৩। তার ছোট ভাই রোদ্রিগো তাকে রিকার্ডো নামের পরিবর্তে কাকা বলে ডাকত। ৪। মাত্র ৮ বছর বয়সে সাও পাওলোর হয়েতার ক্যারিয়ার শুরু হয়। ৫। ২০০১ সালে সাও পাওলোর মুল দলে তার অভিষেক হয় এবং তিনি ২৭ ম্যাচে ১২ গোলকরেন। ৬। উক্ত মৌসুমে সাও পাওলো প্রথম এবং একমাত্র শিরোপা জিতে। ৭। সাও পাওলোর হয়ে তিনি ১১৮ ম্যাচে ৫৮ গোল করেন। ৮। কাকার পরিবার ছিল সচ্ছল, যা অন্যান্য ব্রাজিলীয় ফুটবলারদের ক্ষেত্রে দেখা যায়না। ৯। রদ্রিগো ফুটবলার হবার আগ পর্যন্ত কাকা তাকে সাও পাওলোর সেরা কলেজে পড়াতেন এবং নিজে সমস্ত খরচ বহন করতেন। ১০। কাকা একজন খিস্টান। গোল করার সময়তিনি আকাশের দিকে তাকিয়ে তাই ঈশ্বরকে স্বরন করেন। ১১। ১৮ বছর বয়সে সুইমিংপুল দুর্ঘটনায় কাকার ক্যারিয়ার শেষ হয়ে যেতে বসেছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি সুস্থ্য হয়ে ওঠেন। ১২। তিনি জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন, যা ছিল বলিভিয়ার বিপক্ষে। ১৩। এক ফ্যান তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কাকা তা হাসি মুখে প্রত্যাখ্যান করেন। কারন তিনি তার বাল্য বন্ধু ক্যারোলিন কে বিয়ে করেন। ১৪। ২০০২ সালে কাকা বিশ্বকাপ জিতেন। ১৫। তার হিরো হলেন সাবেক ইটালিয়ান ডিফেন্ডার পাওলো মালদিনি। ১৬। ২০০৪ সাল থেকে তিনি জাতিসগঘের হয়ে খাদ্য ঘাটতি দুরের লক্ষে কাজ করছেন। ১৭। তিনি মনে করেন, ফুটবলারদের দরিদ্রদের লক্ষে কাজ করা উচিত। ১৮। কাকার মতে তার সেরা গোল, ২০০৪ সালেআর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে করা আর্জেনটিনার বিপক্ষে গোলটি। উক্ত গোলটি তিনি প্রায় সমস্ত আর্জেনটিনার প্লেয়ারদের কাটিয়ে করেন। ১৯। কাকা চিকন ছিলেন। কিন্তু পরে ব্যায়ামের মাধ্যমে তিনি ১০ পাউন্ড মাসল বানান। ২০। কাকা দুই পায়েই সমান তালে খেলতে পারেন। প্রতিপক্ষরা রেডি থাক! কাকা ফর্মে ফিরছে!! ভিভা কাকা!! পোস্টটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। (TURJO)
Posted on: Tue, 30 Jul 2013 02:54:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015