...কিছু আপুর মানসিক - TopicsExpress



          

...কিছু আপুর মানসিক মারামারি..... আমার এক কাজিন সোমা আপু একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছেন। কয়েকদিন আগে তাদের কোর্স টিচার ক্লাসের সবাইকে জিজ্ঞেস করলেন, "আগামী সপ্তাহের শুক্রবার টার্ম পরীক্ষা দিতে পারবে নাকি দেখ? অনেকের আবার ওইদিন ব্যাংকের পরীক্ষা আছে।" তো সোমা আপুর এক বান্ধবী ওইদিন পূবালী ব্যাংকের ওই পরীক্ষা দিতে যাবেন। তাই তিনি বললেন, "স্যার আমি পারবনা, আমি ব্যাংকের পরীক্ষাটা দেব।" এটা শুনার পর ক্লাসের ছেলেপেলে সবাই চুপ। কিন্তু দুইজন মেয়ে দাড়িয়ে ফস করে বলে উঠলো, "এটা তোমার পার্সোনাল প্রবলেম, তোমার প্রবলেমের কারণে তো পরীক্ষা পেছানো যায় না, স্যার আমরা পরীক্ষা দেব... পরীক্ষা নিয়ে নেন" এরপর ওই আপুটা ওই বদ মাইয়াকে পাত্তা না দিয়ে স্যারকে ম্যানেজ করে পরীক্ষার তারিখ পিছিয়ে দিলেন। স্যার চলে যাওয়ার পর ওই বদ মেয়ের একজন ওই আপুটাকে ব্যাঙ্গ করে বলে উঠলো, "ব্যাংকে পরীক্ষা তো দিচ্ছ, দেখব কি হয়। চাকরি না হলে তোমার খবর আছে!!!" এই ব্যাপারে ক্লাসের ছেলেরা কোন মন্তব্য করেনি। ছেলেরা পরীক্ষা পেছাতে পারলেই খুশী, কিন্তু কিছু মেয়েদের মস্তিস্কে চুলকানির কারণে তাদের একজন ফালাফালি করেছেন। যাইহোক আমার এক বান্ধবীর কথা বলি। সে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্ বর্ষে পড়ছে। বেচারি খুবই নিরীহ প্রকৃতির। তার ক্লাসে মেয়ের সংখ্যা ছেলেদের তুলনায় ব্যাপক কম। তার ভাষ্য, সে কোন কারণে যদি ক্লাস লেকচার মিস করে, তার মেয়ে ক্লাসমেটরা ক্লাস লেকচারের খাতাটা দিতে ব্যাপক অসহযোগিতা করে, কিন্তু কোন ছেলে এসে চাইলেই লুতুপুতু করে বের করে দেয়। এই দুইটা ঘটনা প্রমান করে কিছু নারীদের মধ্যে বিদ্যমান হিংসাপরায়ণতার কথা, যাদের কারণে দোষ গিয়ে পড়ে সব মেয়ের উপর। আপুরা একটা ব্যাপার চিন্তা করেন, আপনারা নিজেরাই যদি নিজেদের অসহযোগিতা করেন, তাহলে এত অধিকারের জন্য ফালাফালি করে লাভ কি? একটা ব্যাপার না বললেই নয়,ছেলেদের মধ্যে এই ধরণের আচরণ খুবই কম দেখা যায়। :::ম:::
Posted on: Sun, 07 Jul 2013 15:13:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015