কিছু কিছু কান্না, শুধুই - TopicsExpress



          

কিছু কিছু কান্না, শুধুই দুচোখে জলের বন্যা। কিছু কান্না অর্থহীন, কারো কাছে বা মূল্যহীন । কিছু কান্না ঝরে গোপনে ,... কখনো বা ভালবাসার অগোচরে । কিছু কান্না মানে অপূর্ণতা, বেদনার নীল রঙে আঁকা, আকাশ পানে চেয়ে কষ্ট উড়িয়ে দেয়া । হয়তো বা সত্য ছিল না তোমার ভালবাসা, তবুও এ মন আজ মানতে চায় না বাধা। মেনে নিতে চায় মন, অভিনয় করে হলেও ভালবেসেছিলে মোরে কিছুক্ষণ..........................
Posted on: Thu, 19 Sep 2013 15:38:50 +0000

Trending Topics



min-height:30px;">
Feminine Comfort - Bio Sanitary Pads What is Feminine
inspired by all of these ten books that changed my life posts, Ive
Black Friday & Cyber Monday Columbia Womens Powerdrain Ii Water

Recently Viewed Topics




© 2015