কিছু কিছু পাবলিক আছে - TopicsExpress



          

কিছু কিছু পাবলিক আছে নামে মুসলমান কামে আন্ডা। বাঁশেরকেল্লা সর্ম্পকে কিচ্ছু কইলেই তাদের গায়ে আগুন লাগে। আর আশ্চর্যের বিষয় তাদের মধ্যে মাইয়া মানুষের সংখ্যাই বেশী। সেদিন বাঁশেরকেল্লা নিয়া একটা পোষ্ট দিলাম বললাম বাঁশেরকেল্লার এডমিনরা অনেক সময় বিভ্রান্ত মূলক সংবাদ দেন। তার সত্যতা সর্ম্পকে আমার দ্বিমত আছে। বাব্বা তখন শুরু হইল আমার ঈমান নিয়া টানাটানি। কেউ কয় নাস্তিক কেউ কয় রাজাকার কেউ কয় লাইক পাওয়ার আশায় এইটা করি। আরে বাবারা আপনাদের মতো এতো নরম ঈমান আমার না; আপনাদের ঈমানতো বাঁশেরকেল্লার পেজের মধ্যে সীমাবদ্দ। আপনারা শিবির করেন আওয়ামীলীগ করেন সমস্যা নাই বিএনপি করেন তাও সমস্যা নাই আমার কথা হইল সত্যি কথা কইলে আপনাদের গায়ে আগুন লাগে কেন? ইচ্ছা হয় তাদের যাদের গায়ে আগুন লাগে তাদের চুল ছিড়ে হাতে ধরিয়ে দেই। বালচাল রাবিশ কোথাকার। জানি পোষ্ট করারপর পেজ থেকে লাইক কমে যাবে গালি দিবেন দেন সমস্যা নাই। তবে একটা কথা সামান্য একটা পেজ এর কথায় অন্তত আমাকে নাস্তিক বলবেন না। এতে আপনার গুণা হবে। (গালাগালির জন্য দু:খিত মেজাজ ঠিক রাখতে পারতেছিলাম না) -মিলাদ
Posted on: Wed, 21 Aug 2013 15:27:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015