কিছু দিন আগে গ্রামের - TopicsExpress



          

কিছু দিন আগে গ্রামের বাড়ি যেতে হয়েছিল কয়েকদিন জন্য। তো গ্রামে থাইকা দেশ-দুনিয়ার খবরাখবর থেকে ডিটাস্ট থাকাটা আমার জন্য ছিল ভয়ানক কঠিন কাজ। দূরের বাজারে যেখানে ডিস এন্টেনার সংযোগ আছে সেখানে টিভিতে খবর দেখতে যেতাম প্রতিদিন। এমনি একদিন ইনডিপেনডেন্ট টিভির খবর দেখতে গিয়ে মোবাইলে ব্রেকিং নিউজ পেতে সাবস্ক্রাইব করলাম। সেই থেকে ইনডিপেন্ডেন্ট টিভি থেকে সব ব্রেকিং নিউজ আমার মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হয়। ঘটনা সেটা না, ঘটনা হলো অল্প কয়েকদিনেই খেয়াল করলাম আমাকে সেই সব ব্রেকিং নিউজ খুব দ্রুততার সাথে পাঠানো হচ্ছে যা সরকারের পক্ষে যায়, আর সেই সব ব্রেকিং নিউজ খুব দেরিতে পাঠানো হচ্ছে যা সরকারের বিপক্ষে। যেমন চার সিটি নির্বাচনের মধ্যে বরিশালের ফলাফল বের হয় সবার আগে। আমি টিভিতে, নেটে এই খবর দেইখা তো বাকবাকুম। কিন্তু লক্ষ করলাম ইনডিপেন্ডেন্ট টিভির এসএমএসের কোন খবর নাই। এসএমএস এল রাত দশটার দিকে। এমনিভাবে শিবির হরতাল ডাকলো কিন্তু ইনডিপেনডেন্ট টিভি চুপ। আবার যেই হরতাল প্রত্যাহার করলো, অমনি দুনিয়ার সবার আগে মোবাইলে হাজির হয়ে গেল তাদের এসএমএস। ভাবতেছি ইনডিপেনডেন্ট টিভির নামটা আসলে ঠিক হয় নাই। ইহার নাম হওয়া উচিৎ ছিল লীগডিপেনডেন্ট টিভি। Optimistic Rokon
Posted on: Mon, 01 Jul 2013 16:45:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015