কিছু দৃষ্টান্ত - TopicsExpress



          

কিছু দৃষ্টান্ত :-অবশ্যই পড়বেন, ১)টাইটানিক যিনি বানিয়েছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিলো জাহাজটা কত টুকু নিরাপদ। উত্তরে তিনি পরিহাসের সুরে বলেছিলেনঃ"এমন কি খোদাও এটাকে ডুবাতে পারবেন না"। পরের ইতিহাস সবাই জানেন। ২) ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী টেনক্রেডো নেভেস নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেনঃ "আমার দলের জন্য পাঁচ লাখ ভোট নিশ্চিত। এমন কি খোদাও তো আমাকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে পারবেন না"। নেভেস ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন ঠিকই। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং প্রেসিডেন্ট হওয়ার ঠিক একদিন আগে মারা যান। ৩) ব্রাজিলিয়ান কবি- গায়ক এগনোর মিরান্ডা কাজুজা এক বার শো করার সময় সিগারেটে সুখটান দিয়ে বাতাসে ধোঁয়া ছেড়ে বলেছিল "খোদা এটা তোমার জন্য"। কাজুজা বত্রিশ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে ভয়ংকর ও বিভৎস অবস্থায় মারা যান। মড়াল : সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তায়ালা
Posted on: Wed, 02 Oct 2013 17:07:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015