কিছুক্ষণ পরেই সারাদিন - TopicsExpress



          

কিছুক্ষণ পরেই সারাদিন আহার থেকে বিরত থাকা ক্ষুধার্ত সব মানুষগুলো ইফতার নামক নানা খাবার দাবারের পশরা সাজিয়ে বসবে। প্রচন্ড ক্ষুধা নিয়ে হরেক রকমের ইফতার এদিক সেদিক নাড়াচাড়া করবে, টেবিলে সাজাবে কিন্তু খাবে না। মুখে তুলবে না একটি দানাও। তৃষ্ণায় বুক ফেটে গেলেও সামনে থাকা ঠান্ডা পানি এক ঢুক গিলে গলা ভিজাবে না। এ শুধুমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী মহান স্রষ্টার নৈকট্য লাভের আশায়, তাঁর আদেশ মানতে এমন ত্যাগ। তা না হলে কার এমন দরকার পড়ছে ভোর রাত্রে কাঁচা ঘুম ভেঙ্গে উঠে সেহেরি খাও রে, সারাদিন সমস্ত প্রকার আহার থেকে বিরত থাক রে, যাবতীয় সব আদেশ নিষেধ মেনে চল রে... কার ঠেকায় পড়ছে। নেহায়েত স্রষ্টার আদেশ বলেই এমন ত্যাগ তিতিক্ষা, এতো সব সংযম। মানুষগুলো এখনো খাবার নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে। দৃষ্টি ঘড়ির কাঁটার দিকে, কান পেতে আছে মুয়াজ্জিনের আজানের অপেক্ষায়। এ এক অদ্ভুত সৌন্দর্য্য, দৃষ্টিনন্দন দৃশ্য। This is called the beauty of #Islam. Welcome to the religion of beauty, peace & humanity. Admission going on.
Posted on: Sun, 06 Jul 2014 09:02:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015