কিছুদিন আগে রিলিজ পাওয়া - TopicsExpress



          

কিছুদিন আগে রিলিজ পাওয়া মুভি "Once upon a time in mumbai dobara" এর একটি গান আছে "বিসমিল্লাহ" অনেকেই হয়তো গানটি শুনেছেন। যারা শুনেছেন তারা তো জানেনই গানটা কেমন আর যারা শুনেন নাই তাদের জন্য কয়েক লাইন দিলাম গানটার - "Chand zameen pe aaya hai tu, Haath utha kar Bismillah… Ise dil me tu bhar le, Nazron se kar le Bismillah… Chand zameen pe aaya hai tu, Hath utha kar Bismillah… Ise dil me tu bhar le, Nazron se kar le Bismillah… Tu mila toh rab hai mila Dil ka mere tu hi gawaah Tu guzara, tu ishara, tu hi hai aabroo… Allah hu hu hu hu..hoooh Allah hu hu hu hu..hoooh Allah hu hu hu hu..hoooh Allah hu hu hu hu..hoooh" এবার এই গানটি নিয়ে কিছু কথা বলি। গানটি একটা ডিস্কো থিমে খুবই হাই বিট ও টেম্পো এর একটি গান। প্রথম যেদিন গানটি শুনি সেদিন আসলেই আজব লেগেছিল যে "আল্লাহু আল্লাহু" একটা গানের লিরিক্স ভালো কথা কিন্তু এতো ডিস্কো বানাইল কেন? যাই হোক আসল ধাক্কা তো খাইলাম যেদিন এই গানের মিউজিক ভিডিওটা দেখলাম । গানটি যেহেতু ডিস্কো মিউজিক এর আগেই বলেছি সুতরাং গানের শুটিং ও হয়েছে একটা ডিস্কোতেই এবং নায়িকার ড্রেস এর কথা নাই বললাম।তবে অন্যান্য হিন্দি গান বিবেচনা করলে ঠিকই বলা যায়। কিন্তু এভাবে ডিস্কোতে লাফায় লাফায় "আল্লাহু" করার মানে কি? এটা শুধু একজন মুসলিম কেন একজন বিধর্মী ফ্রেন্ডও জানবেন আমাদের ইসলাম এসব সাপোর্ট করে না তার পরও কেন এরকম ডিস্কোতে গিয়ে "আল্লাহু আল্লাহু" করা হলো? ইমরান খান এই ছবির একজন হিরো তিনিও তো একজন তথাকথিত মুসলিম অন্তত তিনি কি জানতেন না এসব? তারপরও কেন? অন্যান্য সূফী বা কাওয়ালি গানেও কিন্তু এরকম আল্লাহর নাম ব্যবহার করা হয়। এর আগেও অনেক হিন্দি গানেই এরকম সুবহানাল্লাহ,মাশাল্লাহ এসব শব্দ ব্যবহার হয়েছে। কিন্তু তার একটাও এরকম ডিস্কোতে গিয়ে নাচানাচি হয় নাই ! এখন কোথায় গেল ইন্ডিয়ার সেসকল মুসলিম ফতোয়াবাদিরা। যারা কিছুদিন পর পরই ইসলাম সম্পর্কে নানা রকম পন্ডিতি দেখায়। তাদের চোখে কি এটা পরেনি? জানি না আপনারা এটাকে কিভাবে দেখেছেন কিন্তু আমার কাছে এটা খুব খারাপ লেগেছে ! কোথায় আমরা তো এরকম অন্য কারো ধর্মীয় বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি না ! তাহলে আমাদের ধর্ম নিয়েই কেন? এসব এর মানে কি? সবকিছুর একটা লিমিট থাকা উচিত। এখন যদি আমাকে কেও সংকীর্ণমনা বা মৌলবাদী বলতে চান বলতে পারেন। দুঃখিত আপনার মত সুশীল সমাজের নাগরিক আমি হতে পারি নাই এবং কখনো পারবো বলে মনেও হয় না !! আল্লাহ আমাদের হেদায়েত করুক। NOTE: হয়তো আমার এই পোস্ট পরে অনেকেই আবেগের বশে অন্যের ধর্মের ফ্রেন্ডদের গালিগালাজ করবেন। তাদের উদ্দেশ্যে বলি, ভাই থামেন।একজনকে দিয়ে সবাইকে বিচার করবেন না। আর আমাদের ইসলামও শিখাইছে অন্য ধর্মের মানুষকেও সম্মান দিতে । আর তাছাড়া সবাই এক রকম হয়ও না !! #### আল্লাহ আমাদের হেদায়েত করুক। ####
Posted on: Thu, 29 Aug 2013 04:35:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015