কিতাবুয যাকাত :: সহিহ - TopicsExpress



          

কিতাবুয যাকাত :: সহিহ মুসলিম :: বই ৫ :: হাদিস ২১৪৯ ইবনে উমার (রা) থেকে বর্নিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দাস-দাসি ও স্বাধীন পুরুষ ও মিহিলা সকলের উপর এক সা হিসেবে খেজুর বা সব রমজান মাসে সদকায়ে ফিতর নির্ধারন করেছেন। টীকাঃ ফিত্রা মুলত রোযার যাকাত। যাকাত যেমন মালকে পবিত্র করে অনুরুপভাবে ফিতরাও রোযার ভিতর যেসব ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেসব দুরিভুত করে। ‘নির্ধারন করেছেন’ এর মূলে ‘ফরয’ শব্দ রয়েছে। এর অর্থ অবশ্য পালনীয় ও করনীয়। ইমাম আবু হানিফা প্রথম অর্থ ও ইমাম শাফেঈ দ্বিতীয় অর্থ গ্রহন করেছেন। বিভিন্ন হাদিসের ভিত্তিতে ফিতরার শরয়ী হুকুম সম্বন্ধে ইমামগনের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম শাফেঈ ও আহ্মাদের মতে ফিতরা ফরয। ইমাম আবু হানিফার মতে ফিতরা ওয়াজিব। ইমাম মালিক, কোন কোন ইরাকি ও কিছু সংখ্যক শাফেয়ী মতে সুন্নাতে মুয়াক্কাদাহ। আলোচ্য হাদিস থেকে আরো প্রমানিত হয়, রমযান অতিবাহিত হলে ফিতরা ওয়াজিব হয়। তাই ইমাম শাফেঈ বলেন রমজানের শেষ দিন সুর্যাস্তের পর ফিতরা ফরয হয় এবং আবু হানিফা বলেন ঈদের দিন সুর্যোদয়ের পর থেকে ফিতরা ওয়াজিব হয়। ইমামগন সদকায়ে ফিতরের জন্য এ পাচটি জিনিস নির্ধারন করেছেন- গম, আটা, বার্লি, খেজুর, কিসমিস, পনির। ইমাম মালিক শাফেঈ ও আহমাদের মতে ফিতরার পরিমান এক সা’ (হিজাজী)। ইমাম আবু হানিফার মতে অর্ধ সা’ (ইরাকী) গম অথবা আটা। ইমাম আবু হানিফার মতে আট রতলে এক সা’ (ইরাকী) যা আমাদের দেশে ওজনে প্রায় ৪ সের। ইমাম মাইল্ক, শাফেঈ ও আহমাদের মতে ৫.৩৪ রতলে এক সা’ (হিজাজী) আমাদের দেশী ওজনে প্রায় পৌনে তিন সের। -------------------------------------------------------------------------------- The Book of Zakat :: Muslim :: Book 5 :: Hadith 2149 Ibn Umar said that Allahs Messenger (way peace be upon him) prescribed the payment of Zakat-ul-Fitr (on breaking the fast) of Ramadan for people, for every freeman, or slave, male and female among the Muslims-one sa of dried dates, or one sa of barley.
Posted on: Sat, 02 Nov 2013 21:23:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015