কোথায় যেন দেখলাম লেখাটা। - TopicsExpress



          

কোথায় যেন দেখলাম লেখাটা। শেয়ার বাটন টা মারা গেছিলো তাই কপি পেষ্ট করলাম। মারজান বিষয়ে বছর খানেক আগে কথা তুলেছিলাম, বড় দুটি পত্রিকার সাংবাদিকদের জিজ্ঞাসা করেছিলাম তারা রিসার্চ করে এদের নিয়ে লিখেছে কিনা। তাদের মতে মারজান অনেক আয় করে এটাই নাকি সবাইকে ইন্সপায়ার করবে। হায়রে মুর্খের দল। মারজান, আলি আসগর সহ আরও অনেকে বেসিস পুরষ্কার পেয়েছে Social Media Marketing এর আদলে লাইক, ফলোয়ার ব্যবসা করে। আমি বাজি ধরে বলতে পারি, এসব লাইকওয়ালারা Social Media Marketing এর ডেফিনেশনই বলতে পারবে না। Social Media Marketing এর উপর বিশ্বের অনেক স্বনামধন্য ভার্সিটিতে অনার্স ডিগ্রী পর্যন্ত আছে। একজন Social Media Strategist এর সেলারি ১০ হাজার ডলারও হতে পারে। কিন্তু এর জন্য অনেক এক্সপেরিয়েন্সড হতে হয়। Nokia এর Social Media Director এর সেলারি ১২০০০ ডলার, (২১ জনের টিমের হেড). LEGO এর Director of Social Media, Mr Lars Silberbauer এর সেলারি ১৪ হাজার ডলার, (১০ জনের টিমের হেড). Pamela Rutledge, Social Media Psychologist, বেশ কিছু বড় কর্পোরেশনের Social Media Consultant. Amy Porterfield, Barack Obama এর ব্র্যান্ডিং এবং Social Media Consultant. goo.gl/8wQKP5 , এই লিংকে Social Media নিয়ে বড় বড় কোম্পানিতে কাজ করছেন এমন কিছু মানুষের সিভি আছে। দেখে বোঝা যাবে, Social Media Marketing কত বড় একটা ফিল্ড! Social Media Marketing এর বেশ গুরুত্বপূর্ণ কিছু জব পজিশন এবং চাকরির বিজ্ঞপ্তি আছে এখানেঃ. linkedin/job/q-social-media-marketing-jobs indeed/q-Social-Media-Marketing-Manager-jobs.html mashable/2013/08/21/social-media-marketing-jobs/ এবার বিষয় হল, বেসিসের পুরষ্কারপ্রাপ্ত এসব কথিত Social Media Expert কি উপরে উক্ত যোগ্যতা গুলোর নামও শুনেছে কখনও? বেসিসে পুরষ্কারপ্রাপ্ত অর্ধেকের বেশিই এরকম লো-এন্ড সাইবারক্রাইম রিলেটেড কাজ করে! Social Media Marketing, Programming এগুলো একই ক্যাটাগরীর কাজ। এখন যদি কেউ HTML এর দু চার লাইন কোড লিখতে জেনে নিজেকে প্রোগ্রামার দাবি করে, সেটা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি লাইকওয়ালারা নিজেদের Social Media Expert দাবি করলে সেটাও গ্রহণযোগ্য নয়।
Posted on: Sat, 24 Aug 2013 00:41:54 +0000

Trending Topics



make sure that if you have any
HAS ANYONE HEARD OF THIS GREAT PRODUCT??? GNLD Super Gro is a
If you suffer from loss of sleep, it takes more than a sleeping
Mothers Day is fast approaching so why not treat your mum to the
Rancho RS60612 Add A Leaf Kit CHECK YOUR PRICE! >>
Nine years ago today I woke up to see the sky. I had made a bed in

Recently Viewed Topics




© 2015