কাদের মোল্লার - TopicsExpress



          

কাদের মোল্লার ফাঁসির রায়ে বিএনপি বাকরুদ্ধ হওয়া নতুন কিছু না, তবে আরো কয়েকজনকে খুজে পাওয়া যায় নি ১- শান্তি(!) তে নোবেল পাওয়া ও সমকামী সমর্থক ইউনুস সাহেব এই রায় নিয়ে কিছু বলতে অপারগতা জানিয়েছেন ২- আন্ডালিব পার্থ বলেন, আমার নেত্রী খালেদা জিয়ার প্রতিক্রিয়াই আমার প্রতিক্রিয়া, তার চেয়ে আসুন মাদক এর পরিণাম নিয়ে কথা বলি ৩- রংগবীর কাদের সিদ্দীকি ওরফে ঘেটুপুত্র বলেন, কাদের মোল্লার ফাঁসী দিয়ে বাকশালী সরকার এই দেশে ইসলামের উপর আঘাত এনেছে, এইজন্যই কি দেশ স্বাধীন করেছিলাম ? ৪- আসিফ নজরুল বলেন, এই রায় আসলে সরকারের আতাত, ফাঁসী হবে কিনা আসলে দেখেন। এই দেশে এমন আরো সুশীল নামের ভন্ড আছে, বাঙ্গালী চিনলেই হয় এদের। মিষ্টিকথায় ভুলো না, যেমনটা ভুলে নাই ৭১ এ মুক্তিযোদ্ধারা, নাইলে এই দেশটা স্বাধীন হতো না জয় বাংলা
Posted on: Wed, 18 Sep 2013 15:12:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015