কেনই বা চলে গেলে? Ssc exam শেষ - TopicsExpress



          

কেনই বা চলে গেলে? Ssc exam শেষ হওয়ার পর বাবা আমাকে একটা ফোন কিনে দিলেন।যেটা আমার অনেক দিনের শখ ছিল।ফোনটা পাওয়ার পর আমি অনেক happy আর excited ছিলাম। একদিন ভুল করে এক friend কে call দিতে যেয়ে একটা wrong নাম্বারে call চলে গেল। ফোনটা ধরল একটা মেয়ে।মেয়েটার কণ্ঠ ছিল অপূর্ব। আমি sorry বলে ফোনটা কেটে দিলাম। আসলে ফোনটা কাটতে ইচ্ছা হচ্ছিল না।তবুও কেটে দিলাম। তার কিছুদিন পর ছিল ঈদ। আমি মেয়েটাকে ঈদের আগের দিন msg করে wish করলাম। আমি wait করছিলাম কখন ওর replay আসবে bt ঐ দিন কোন replay পেলাম না। ঈদের দিন সকালে ওর msg আসল।ও লিখেছে-wish আজ করতেন,wish টা তো আজকের জন্য আমি ওকে sry বলে replay দিলাম। তার কিছুদিন পর আমি সাহস করে ওকে call দেই।ওর নাম জানতে চায়। ওর নাম ছিল পারমিতা। আর ও আমাদের কলেজেই পড়ত। তারপর থেকে ওর সাথে আমার নিয়মিত কথা হত।আমার ভিতর একটা অজানা আকষྭণ কাজ করত ওর সাথে কথা বলার জন্য। I think its called love. একদিন ওরে বললাম চল আমরা দেখা করি।ও বলল আমরা তো কেউ কাউকে চিনিনা। আমি ওরে নীল শাড়ি পড়ে আসতে বললাম,যেটা আমার favourite রং ছিল।আর আমি কালো পাঞ্জাবী পড়ব যেটা ovouisly ওর favourite colour ছিল। পারমিতার সাথে দেখা করার আগের রাতে আমার ঘুম হয়নি।মনে হচ্ছিল আজ বুঝি সকাল হবে না। আমি ঘুম থেকে উঠেই কলেজের বট তলায় চলে গেলাম যেখানে ওর সাথে আমার দেখা করার কথা।হঠাৎ দূর থেকে দেখি নীল শাড়ি পড়া কেউ একজন আসছে।যত কাছে আসছিল আমার বুকের ভিতরে ধুকধুকানি টা বেড়ে যাচ্ছিল। ও আমার পাশে এসে বসল।তারপরই বুঝলাম এটাই আমার নীলপরী। আমি ওকে দেখে পুরা অবাক হয়ে গেলাম।এত সুন্দর মেয়ে হয় নাকি!! সারা সকাল আমরা একসাথে ছিলাম। সময়টা যে কীভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝলাম না। আজ 13th ফেব্রয়ারী।কাল valentines day.আমি কালই ওকে propose করব। তবে মনের ভিতর একটা ভয় কাজ করছিল,যদি আমাদের friendship টা ভেঙে যায়।তবুও মনে মনে ভাবলাম যা আছে কপালে একবার বলেই দেখি। আমি সকালে ফোন দিয়ে ওকে বললাম আমাদের 1st যেখানে দেখা হয়েছিল ঐখানে আসতে। আমি ওর জন্য wait করছি।আমার heart তখন মনে হচ্ছে বুকের ভিতর থেকে বেড়িয়ে যাবে। এতই nervous ছিলাম যে কখন ও আমার পাশে এসে বসেছে আমি খেয়ালই করিনি। আমার তাড়াহুড়োর কারণে আমি ওর জন্য ফুলই আনতে ভুলে গিয়েছিলাম। আমি ওকে বললাম তুমি একটু বস আমি আসছি।পারমিতা বলল সেও আমার সাথে যাবে। আমি দোকানে দঁাড়িয়ে ফুল কিনছিলাম।হঠাৎ একটা চিৎকার শুনতে পায়। পিছন ফিরে দেখি আমার পারমিতা রাস্তায় পরে আছে আর একটা ট্রাক ওকে চাপা দিয়ে চলে গেল। আমি দৌড়ে ওর কাছে যায় কিন্তুু ও আর নেই।আমাকে ফেলে ও না ফেরার দেশে চলে গেছে। আমার ভালবাসার কথা ওকে আর বলা হলনা। কেন হঠাৎ তুমি এলে,কেন নই তবে পুরোটা জুড়ে। আজও পেয়েও হারানো যায়না মানা,বাচার মানেটা রয়ে যাবে দূরে।
Posted on: Fri, 26 Dec 2014 14:38:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015