কি বলে - TopicsExpress



          

কি বলে সুনুন। টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, তিনি জামায়াতে ইসলামীর বিরোধী। তার চেয়েও বেশি বিরোধী হজ ও তাবলীগ জামাতের। রোববার বিকেলে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউ ইয়র্কস্থ টাঙ্গাইলবাসীদের সাথে এক মতবিনিময়কালে একথা বলেন। তিনি তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয় সজীব ওয়াজেদ জয়কে নিয়েও মন্তব্য করেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশে বলেন, কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন? ‘জয় ভাই’ কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন। তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে অনুষ্ঠিত ‘টক শো’রও সমালোচনা করেন। মন্ত্রীর পবিত্র হজের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য রাখার পর স্থানীয় প্রবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ প্রবাসীদের অনেকেই অভিযোগ করে বলেন, এর আগেও এ মন্ত্রী একাধিকবার অসংলগ্ন কথা বলেছেন। তাকে এখনো মন্ত্রিসভায় রাখায় তারা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতিতেই সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মন্ত্রীর এধরনের বক্তব্যে বিস্মিত দলের কর্মী ও সমর্থকরা। সভাস্থলেই অনেকেই ক্ষোভ প্রকাশ করলে একপর্যায়ে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্ক সফর করছেন ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। মন্ত্রী বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর বিরোধী। তার চেয়েও বেশি বিরোধী হজ ও তাবলীগ জামাতের।’ তিনি বলেন, এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোন কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। মন্ত্রী বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের ৫ হাজার টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়। তিনি হজের শুরু প্রসঙ্গে বলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কিভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসাথে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। তাবলীগ জামাতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলীগ জামাত প্রতি বছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়। অনুষ্ঠানে উপস্থিত একজন প্রবাসী মন্ত্রীর কাছে প্রশ্ন কারণ বাংলাদেশের কম্পিউটার ইন্টারনেট নেটওয়ার্ক কানেকটিভিটি কোন পর্যায়ে। আমরা জানতে পেরেছি এ ব্যাপারে জয়ভাই ইন্টারনেটের কানেকশনের কাজ করছেন। এসময় কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় মন্ত্রি আব্দুল লতিফ সিদ্দিকীকে। তিনি এসময় বলেন, জয় ভাইকে। পাশ থেকে এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলে উঠেন, ‘সজীব ওয়াজেদ জয়’। মন্ত্রী বলে উঠেন, সে করার কে? এসময় প্রশ্নকর্তা বলেন, তার তো এ ব্যাপারে প্ল্যান রয়েছেই। মন্ত্রী এবার বলেন, ও সেটা বলেন, ওনার একটা প্ল্যান আছে। এসময় মন্ত্রী তার ডান পাশে উপবিষ্ট যুক্তরাষ্ট্র সভাপতি এবং একজন প্রবাসীকে দেখিয়ে বলেন, এ ধরনের প্ল্যান সিদ্দিকুর রহমান করতে পারে, সে-ও করতে পারে। জয় কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি সায়েন্টিস্ট। তার নিজস্ব পরিকল্পনা আছে। সরকার জনগণের। জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন। তিনি তার মায়ের তথ্য উপদেষ্টা। এটাও ঠিক আছে। তিনি শিক্ষক সেটাও ঠিক আছে। তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। কার্যকর করেন মন্ত্রী। ভালো-মন্দ, ন্যায়-অন্যায় যা কিছু তার দায় মন্ত্রীর। বর্তমান মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দায়িত্ব। এখানে জয়ের কিছু নাই। মন্ত্রী বলেন, একজন একটি বই লিখেছেন। সে বইয়ের লেখকের কোনো দায়-দায়িত্ব নেই। যিনি পড়াচ্ছেন এবং পড়ছেন দায়-দায়িত্ব তাদের। প্রবাসীদের উদ্দেশে এসময় মন্ত্রী বলেন, কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন। মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রবাসীদের উদ্দেশে বলেন, আপনারা বিদেশে এসেছেন কামলা দিতে এবং সবসময় কামলাই দিবেন। রাজনীতি করার দরকার কি? টিভির টক শো’র সমালোচনা করেন তিনি। তিনি বরেন, আমরা রাগ হলে দেশে একটা গালি দেই চু..নি (অশ্রাব্য একটি গালি)। এসময় হলভর্তি প্রবাসীদের বিশ্মিত পিনপতন নীরবতা। মন্ত্রী ওই গালির সাথে মিল রেখে টকশোতে অংশগ্রহণকারীদের ‘টক মারানি’ বলে আখ্যায়িত করেন। মন্ত্রী বলেন, ওয়ান এলিভেনের পর আমি যাদের কাছে চার লাখ টাকা চাঁদা চেয়েছিলাম। এক লাখ পেয়েছি। তাদের কোনো তদবির আমি এখন রক্ষা করি না। Share on facebook Share on twitter Share on email Share on print More Sharing Services 382 সংশ্লিষ্ট আরও খবর হজকে কটাক্ষ করে মন্ত্রীর বক্তব্যে ছাত্রশিবিরের নিন্দা নয়া দিগন্ত অনলাইন | ২০১৪-০৯-২৯ ৭:৪২ ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীর বহিষ্কার দাবি নয়া দিগন্ত অনলাইন | ২০১৪-০৯-২৯ ৬:৪০ পাঠকের মতামত rezauk karim সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:১৮ ৮ ২ আমি শুনতাম আওয়ামীলীগ ইসলামের শত্রু। কিন্তু এখন নিজেকে কি বলে বুঝাবো যে তারা আসলে কি? আবু জাফর সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:০২ ১১ ৩ আমাদের প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়ে থাকে তাহলে ওর মতো নাস্তিক,ধর্ম বিরুধিকে দেশে ডুক্তে দিবেনা। এটাই আমি আশা করি। sujon hosen সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৯ ২ ০ হাসিনার মুখে এক .......মনে আরেক..উনি পাচ ওয়াকতো নামাজ পরেন.....অথচ. উনার সুযোগগো মনতিরি.......ইসলাম বিরোধী বকতবো............এই কি উনার মুখোশ .......তা দেখা যাক...... জাহিদ মেহজাদ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪০ ৪ ০ আওয়ামীলীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও নিতে পারে। কারণ হজ তাবলীগের চেয়েও বড় কথা সে জয়ের বিরুদ্ধেও কথা বলেছে.... sabah সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪০ ১০ ০ তোর বাপের টাকায় মাইনশে হজ করে? তুই যে নিউইয়রকে গেলি, তোর বাপের টাকায় গেছস? .... bhuiyan সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৭ ৬ ১ সত্যি কথা বলতে কি তার অন্তরে যা আছে তাই প্রকাশ করেছে। সত্যিই একজন কুফরি মতবাদের মানুষ Monir সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৪ ১ ১ It is shame for us. Muabrak Ibn Rashid সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০১ ২ ০ oderke jara support korbe tader opore oo Allahr gojob porbe insha allah,,, kosto lage bavte . muslim prodan deshe , aj muslim lebas pore cholte voi lage , kokhon jani dore niye jaai mojjammil hossain সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৯ ১ ০ there are many tipes of people live in this earth as like of wild dog.fox.ass.hayna etc........... আপনার নাম সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৪ ৩ ০ KALEMA NAMAZ, ROZA HAZZ JAKAT THIS 5 THING IS FARZ TO BE A MUSSLIM, SO I THINK SIDDIKI IS SICK, I PRAY GET WELL SOON.IF NOT, ALLAH YOU DO AS BATTER AS YOUR CHOICE, abu সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২৭ ৫ ০ মুসলিম তথা জনগণের Emotion নিয়ে নাস্তিক-প্রবণ মন্তব্য করার কোনও অধিকার তার নেই ... প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ পূর্বক বিনীত অনুরোধ জানাচ্ছি- নিজের দেশ ও দলের ধর্মীও ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে অনতিবিলম্বে ওনাকে তার দায়িত্ব থেকে বহিষ্কার পূর্বক নিজের দল ও দেশকে ইসলামের পন্থি হিসেবে প্রকাশ করুন ! রাজু আহমেদ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২০ ১০ ০ অবৈধ সরকারের অবৈধ সন্তানের উক্তি এর চেয়ে ভাল হতেপারে না ! ধন্য হাসিনা ! ধন্য তোমার মন্ত্রিপরিষদ ! ধন্য হাসিনা ! ধন্য !!! আব্দুল্লাহ আল মামুন সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১৯ ৬ ০ এই সব ধরনের কথা তো যারা কাফের তারা ও বলার সাহস পায়না। আর আমরা নিজেদের কে মুসলিম দাবি করি। যদি মুসলিম হয়ে থাকি। তা হলে আমাদের সবাই কে মিলে এই সব নাস্তিক দের কে শায়েস্তা করতে হবে। Md. Fazlar Rashid সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১৬ ৬ ০ The people of Bangladesh should punish him highly as early as possible for his irrelevant speech. মির রফিক সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০৫ ২ ০ পাগ্লা গারদে নতুন পাগলের চিতকার সুনচ .... আব্দুল্লাহিল হাদী সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০৩ ৬ ০ এই মুসলিম দেশের এই ‘শয়তান’ এর মন্ত্রীত্বে থাকার কোন অধিকার নাই। নজমুদ্দীন সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০০ ৩ ০ এ সব পাগলকে দেশে কে আনল???????? Mahbub সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫৮ ২ ৪ Salute for Abdul Latif Siddiq for expressing real belief and faith of him and his party. The first one in this line is Mr. Ashraful Islam who says, as per report of the newspapers, that I am neither a Muslim nor a Hindu. So far there tow genuine person are found in BAL who really understood the meaning and practicability of secularism in its real sense. As a matter of fact, a genuine secularist can not believe that he is a Muslim. The readers are requested to go to the website and see the secularism the proponent of which is Jhon Jacob of Britain. Let the Siddiqi be the president of BAL for its real implementation Md. Abdul Wahab সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫৪ ২ ০ This is the name of Bangladesh Auamiligue, No gape of mad of Bangladesh Auamiligue. Most of them are nastik. আবদুর রহমান সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৯ ২ ০ মাননীয় প্রদান মন্ত্রী আপনাকে অতি তারাতারি এই গাজাখুর বদমাশের বিচার করুন নয়তো আপনাকেও ক্ষমা করা হবে না , মুসা সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৬ ২ ০ দেশে নাস্তিক খেদাউ আন্দোলন শুরু করুন মোঃযোবায়ের সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩১ ২ ০ তাদেরকে এই ধরনের কথা বলার জন্য মনে হয় পকেট মানি দেওয়া হয় কারন টাকার জন্য আর চেয়ারের জন্য তরা সব কিছুই বলতে পারে,মোনাফিকের দলেরা আবদুর রাহমান সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩০ ২ ০ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে রানা খান সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৮ ৪ ০ we are all muslim from the whole world stickily want to see the punishment of this scoundrel minister.dear prime minister of bangladesh,pls take the action as soon as possible. মনির সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৭ ২ ০ অযোগ্য ব্যাক্তিদের কাছথেকে এর বেশি কিছুতো আশা করা যায়না, মুসলমানদের কে ছোট করার অধিকার কোন নাস্তিকের নেই, তাই এই অবৈধ মন্ত্রীকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন তাই সাশক দলের দৃস্টি আকর্ষন করছি। shafiq সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৬ ৭ ১ আঃলীগের নিজস্ব একটি ধর্ম আছে,তা হল ইসলামের বিরোধীতা করা, যে যতবেশী বিরোধীতা করবে সে তত বড় নেতা হবে। রানা খান সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৫ ০ ০ we are all muslim from the whole world stickily want to see the punishment of this scoundrel minister.dear prime minister of bangladesh,pls take the action as soon as possible. md karim সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২১ ০ ০ Ara nastik o allhor sotru.ara Allahor bani osikar kore nijeder dhongso nijerai torannito korlo.Allah asob nastik der dhongso korunAmin মুসা সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:১৭ ২ ০ তাই সময় নষ্ট না করে বলে ফেলুন আপনার পছন্দের জিনিসগুলো হলো - মদ, মা*বাজি, জুয়া .. ইত্যাদি! আলীগকে ডুবানোর জন্যে সবচেয়ে যঘন্য কাজ করলেন তিনি, তার পদত্যাগ নয় বরং তার বহিষ্কার দাবি করছি, এই দেশের ৯০% অধিবাসি মুসলমান salim সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:১৭ ০ ০ How These type of minister stay responsible ... as the prime minister as the minister all are the stick of Hell Sorwar Hosen সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:১২ ০ ০ Nothing to surprise, this real standard of our Minister,but it is idiocy to expect better something from such class of two footed cattle, if you look through our ministry ,even prime minister, nothing is observed better than that,it our fate, Such Classless not only ruling us, trying to appear as a intellectual and a group of masked intellectual not only supporting , patronizing them to sustain. So we more cautious on our national issues. Ali khan সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:১২ ১ ০ তিনি মুসলমান কিনা আমার সন্দেহ হচ্ছে। আমার মন্তব্য এ খঘড খফড Mazhar সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:১০ ৬ ০ শেখ হাসিনা নামাজ পড়ে এটা বহুল প্রচারিত। এবার দেখব হাসিনা যে ঈমানের দাবী নিয়ে নামাজ পড়েন, সেই দাবী পুরনের জন্য লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কি Action নেয়। Naim সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:০৯ ৪ ১ মনে হয় মদের পানি এক্টু বেশি খেয়েছে। Abser সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:০৮ ১ ০ ei doroner lok golu jodi desh porichalonai onsho grahan kore tahole desher future ki hobe apnarai vebe dekhun.Jotoi boluk monafiqra diner bepary karo sathe apposh kora jabena. Sarwar সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:০৪ ০ ১ Astagfirullah shofik সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৪২ ২ ০ awamileage a pagoler ovab nai mohin সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৩৮ ২ ১ মিথ্যাবাদী, অস্বীকার কারী। খতি গ্রস্ত দের অন্তর্গত। তার মৃত্যু দন্ড কার্য কর করা হোক। শ্রাবন সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:২০ ৫ ২ বলার কিছু নাই ভাই। সব মিলিয়ে সবার যোগ্যতা এমন ভাবেই প্রমানিত হয়। আমরা যে কোন অভিশপ্ত জায়গাতে আছি রে ভাই। arif সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:১৯ ২ ১ Only bastard can utter this type of word.Animal like Lottif Siddiqui cant express respect to any religion.Because we live in the rule of animals which rule us. নুরুল ইসলাম সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:১৫ ৮ ০ আব্দুল লতিফ সিদ্দিকি আপনি কি মুসলিম।না কি আওয়ামীলীগ আমি শুনেছি যারা আওয়ামীলীগ করে তারা মুসলিম থাকে না আজ সেটা বুজতে পারলাম। আপনার নাম টার সাথে আল্লাহর নাম জড়িয়ে আছে আমার মনে হয় আপনার বাবা মা খুব শখ করে নাম টা রেখেছে অন্তত আপনার বাবা মায়ের শখ টা পুরন করার চেষ্টা করেন আপনি বাংলাদেশের মন্ত্রী বাংলাদেশে অনেক ধর্মের লোক বাস করে তাই আপনি কেন একটি ধর্ম কে ছোট করতেছেন Zaman সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০৯ ০ ২ ও মানুশ abdul hamid সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৪০ ০ ০ please asked p.m to out this so called ministry of telephone. I give him a new name old cow and try to behave !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Mosaddek সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৩৬ ১ ০ I think he is right in his vision & its true lot of nonproductive hard earn money are going for nothing. But I dont think he can stop it. First, he has to show the world real democracy to his own party & not all Papacracy or dictatorship. At the same time they should practice the chain of command of party & quality not quantity. নাহিদ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৩৫ ১ ২ TOUBA KORUN... DESH TA EMNETIE SHEH R NOTUN KORE GOJOB TAINA AINEN NA... MR.GHADA..... cosma সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৩৪ ৪ ১ জনাব মন্ত্রী !আপনার নাম দ্বারা বুঝা যায়,আপনি মুসলিম । বাট,এমন কথা কিন্তু ভিন্ন ধর্মের লোকেরাও বলে না নাকি আপনি ধর্মের ধারে-কাছে নাই ? মন্ত্রী !দেশের টাকা চলে যায়-বলে যদি দেশের মায়ায় আপনার এমন চিৎকার হয়, তাহলে শুধু ইসলাম ধর্মের ব্যাপারে কেন ? হিন্দুদের মূর্তি ? খ্রিস্টানদের বড়দিন ও....? ইহুদীদের....? ও ! তাতে তো বন্ধুত্ব নষ্ট হবে, ঠিক না ? মন্ত্রী আপনি কী পাশ, আমার জানা নেই! তবে আপনি ইতিহাসে অজ্ঞ । A Halim সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২৮ ২ ১ A gola ke shonshe Allah tome bechar koro. Touhid সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২০ ১ ০ সামরথবান মমিনের জননে পরবিতর হজ পলন , ফরজ। নাসতিক কোথাকার .......... আকতার হোসেন সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:০৯ ৪ ১ হজ্জ্ব পালন করা আল্লাহ্‌ তায়লার হুকুম। সিদ্দিকী উপাধি ধারন করে আল্লাহ্‌ তায়লার হুকুমের ব্যাপারে মুখে যা আসে তা-ই বলা ঠিক নয়। আল্লাহ্‌ তায়ালার কাছে একদিন সকলকেই যেতে হবে। কাজেই মন্ত্রী সাহেব! আমল যাকে পিছনে ফেলে দেয়; বংশীয় মর্যাদা তাকে সামনের দিকে এগিয়ে নিতে পারে না- কথাটি সব সময় মনে রাখবেন। সগীর হোসাইন খান সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:০৭ ০ ১ এর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। একে মন্ত্রি হিসেবে এখনো কেন রাখা হয়েছে? Mehedy সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:০৩ ১ ০ talking after having drunk Zainal Abedin সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৫৩ ৮ ০ আবদুল্লাহর পুত্র মুহাম্মাদ হজ্জের প্রচলন করেননি । কোরআন সূত্র অনুযায়ী, আল্লাহ্‌র নির্দেশে মুসলিম জাতির পিতা আল্লাহ্‌র বন্ধু (খলিলুল্লাহ) হজরত ইবরাহীম আঃ হজ্জের প্রথম ঘোষণা দেন (এই হিসাবে তিনিই হজ্জের ঘোষক )। তখন থেকেই হজ্জ পালন শুরু হয় । পরবর্তীতে আরবের যারা তাওহিদবাদী ধর্ম ত্যাগ করে মূর্তিপূজারী হয়ে গিয়েছিল, তারাও প্রতিবছর হজ করত । মহানবীর সা জন্মের অনেক পূর্বে কাবাকেন্দ্রিক হজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য ইয়েমেন থেকে আব্রাহা আসে কাবাকে ধ্বংস করার জন্য । কাবার উপকণ্ঠে পৌছার পূর্বেই আব্রাহা তাঁর সমস্ত সৈন্যসামন্ত সহ ধ্বংস হয় mohshin সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৫২ ০ ০ ami mone kori ai montrir jotota na onnaye tar cheye beshi onnaye koreche oi holl room a jara oposhtht hoyechilo tara, karon tara kono protibad koreni....! amar mote take oi khane joto pita korar dorkar chiloi, R atai or shasthi........! karon kono pagoler rajniti korar odikar nei,,,, সালমান সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৫১ ৪ ০ তারে পাথর মারা দরকার। একটা মুসলিম দেশে থেকে সে একথা বলে কি করে? ও হে বাংলার মানুষ জেগে উঠ monir hossain সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৪৮ ০ ০ Desher koti koti taka monttrera chore kore tate dehser loss hoyna ? মুহা: মনির উদ্দিন সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৪৫ ০ ০ সে পুরা মাতাল হয়ে গেছে। মাতায় পানি ঢালতে হবে। আর তা হবে গরম পানি। আপনার নাম সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৪৩ ০ ০ রাম ছহাগল ruhul সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৪২ ০ ০ মাল বেসি খায়সে Bashar সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৪২ ১ ০ তাসলিমা নাসরিন মত দেশ থাকে বহিসকার কারে সাদিয়া সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৩৮ ০ ০ ওর ত জাহান্নামেও জায়গা হবে না। এই কথা উচ্চারণ করার সাহস হয় কিভাবে এই কুলাঙ্গারের??? হান্নান সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৩৩ ০ ১ তৌবা করুন তারাতাড়ি। আল্লাহ মাফ করেবন। জাসিম সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৩৩ ১ ০ পাগ্লামি কারবেন না । ahmed suman সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৩২ ১ ০ দেশে নুতন পাগল আসল, আললাহ তুমি সব দেখতেছ তুমি বিচার করার মালিক Zainal Abedin সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৩১ ৫ ০ আবদুল্লাহর পুত্র মুহাম্মাদ হজ্জের প্রচলন করেননি । কোরআন সূত্র অনুযায়ী, আল্লাহ্‌র নির্দেশে মুসলিম জাতির পিতা আল্লাহ্‌র বন্ধু (খলিলুল্লাহ) হজরত ইবরাহীম আঃ হজ্জের প্রথম ঘোষণা দেন (এই হিসাবে তিনিই হজ্জের ঘোষক )। তখন থেকেই হজ্জ পালন শুরু হয় । পরবর্তীতে আরবের যারা তাওহিদবাদী ধর্ম ত্যাগ করে মূর্তিপূজারী হয়ে গিয়েছিল, তারাও প্রতিবছর হজ করত । মহানবীর সা জন্মের অনেক পূর্বে কাবাকেন্দ্রিক হজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য ইয়েমেন থেকে আব্রাহা আসে কাবাকে ধ্বংস করার জন্য । কাবার উপকণ্ঠে পৌছার পূর্বেই আব্রাহা তাঁর সমস্ত সৈন্যসামন্ত সহ ধ্বংস হয় আপনার নাম সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:২৮ ০ ০ CC....mental rogi o ai rokom kotha bolbay na. jahangir সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:২৮ ০ ০ Sala nastik tangailer man ezjot khaya falai sa হান্নান সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:২৮ ০ ০ সঠিক কথা নয়। আপনি তৌবা করুন। নইলে আল্লাহ িবজার হইবেন। জুনেদ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:২২ ০ ০ ·এই নাস্তিকে বিচার চাই। ikram সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:২২ ০ ০ er cheye onar kach theke ar beshi ki asha korte pari ? Maudud hossain সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:১৪ ০ ০ Allah-r kase duniar mullo, ghora jawa masir danar chayeo kom. tanahola toke size korto duniatay, toba mora dekh. হাসান তারেক সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:১৩ ১ ০ This guy is mentally retarted... he is probably an addict... he does not have the quality to represent a ministry... he should be kicked out and thrown to dustbin. Nauzubillah Min Jalik...his comment is completely unacceptable... I strongly believe our Honorable prime minister will quickly take a decision and throw these bustards not just out of ministry but also out of the parliament. Faruki সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৯ ১ ০ Stupid and bustard hafiz সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৯ ০ ০ এটা আর নতুন কি? সারা বিশ্বে ইসরায়েলের এমন কয়েক হাজার নেতা সবসময়ই থাকে! চার হাজার বছর ধরে চলছে এসব নাটক, যার শেষটাও ইসরায়েলই পরিচালনা করে। শিবলি সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৮ ২ ৮ মন্ত্রি খুব গভীর ও বাস্তবতার নিরিখে কথাগুলো বলেছেন যা দেশ ও জাতির জন্যে খুবই কল্যাণকর। rafiq সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৩ ০ ০ mr latif siddiki....tomar taka dia ki amra hoz kori..... ai taka ki sude shoudi arab passa.... bangladesh passa na.... tablig jamater kaj na? ar bata ata allah rasul koarsa.... tomar-o kora uchit.. rafiqul islam সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৩ ০ ০ লতিফ সিদ্দিকিও পাগল হইয়া গেছে।পাগলের জমজমাট। salam সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০১ ০ ০ Naujubillah!!! may Allah give him iman or destry him! মুনির উজ জামান সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০১ ৩ ০ শেখ মুজিবুর রহমান & মাননীয় শেখ হাসিনার নামে গানের জন্ন জেল জরিমানা হয়। ইশলামের মহামানব হযরত মুহাম্মাদ (সঃ) এর নাম বেয়াদবি করে বলেছেন। আরো জগন্য কথা বলেছেন। এবার দেখব কি বিচার হয় এই মন্তীর। Mahmudul Hoque সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৯ ১ ০ একজন যোগ্য নাস্তিকের মত হয়েছে । এসব কথা বলে উনি নিজেকে আবু জাহেলের সমাজের লোক বলে পরচয় করিয়ে দিলেন । মোহাম্মাদ আলী গোদাগাড়ী সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৩ ১ ০ এমন নাস্তিক্যতাবাদি সরকারের মন্ত্রীদের মুখ থেকে ইসলাম বিরোধি কথা ছাড়া আর কিছু বের হতে পারে না। তারা তাদের শুরু থেকেই ইসলামকে উৎখাত করতে চেয়েছিলো। কিন্তু পদে পদে বাধার কারণে পারে নি এখন তাদের কৌশল পরিবর্তন করে উপর উপর ইসলামের কিছু বৈশিষ্ট দেখিয়ে ইসলামকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জলন্ত প্রমাণ এই মন্ত্রীর কথা। তাই তাদেরকে বয়কট করা মুসলিম হিসেবে একান্ত কর্তব্য। saiful সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫২ ৭ ৩ Strange. ........ আবুল কালাম আজাদ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫২ ০ ০ তিনি মুসলমান কিনা আমার সন্দেহ হচ্ছে। আমার মন্তব্য করতেও ঘৃণা হচ্ছে। হয়তো নিজেকে সংযত রাখতে পারবো না। Md. Moniruzzaman সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৬ ০ ০ pagol derkay pabna pathano uchit,upojukto todonto sapekhay manoneo prodhanmontri ar bebostha nin আপনার নাম সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৬ ০ ০ আমাদের প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়ে থাকে তাহলে ওর মতো নাস্তিক,ধর্ম বিরুধিকে দেশে ডুক্তে দিবেনা। এটাই আমি আশা করি। shofiqur Rahman সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৬ ০ ০ What non sense Minister ?He should know Islam first Non muslims cannot about the pillar of islam .he is athiest আবুল কালাম আজাদ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৫ ০ ১ তিনি মুসলমান কিনা আমার সন্দেহ হচ্ছে। আমার মন্তব্য করতেও ঘৃণা হচ্ছে। হয়তো নিজেকে সংযত রাখতে পারবো না। আমজাদ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪১ ৩ ৩ একজন মন্এির কাছথেকে এরকম কথা আশা করেনা দেশবাশি Md. Moniruzzaman সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪১ ০ ০ পাগল দেরকায় pabna পাথান M.HASSAN সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪০ ৭ ২ MR MINISTER CAN YOU ANS.180 PERSONS NOW IN AMERICA HOW MUCH COST. Aminul সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩৩ ০ ০ এই রকম দুশ্চরিত্রের লম্পট লোক দেড় মন্ত্রি বানাইলে এদের দিয়া আর কি আশা করা যায় আমি সরকারের উচ্চ মহলের কাসে এই বাজে মন্ত্রীর বিচার দাবি করি একজন মুছলাম হিসাবে আমি চাঁই ওনাকে বিচারের আওতায় আনা হোক Sayful Islam সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩১ ০ ০ আললাহ ওনাকে হেদায়েত কর | আথবা জালিমদের যেভাবে শাসথি দাও, সেভাবে ওকেও জলন্ত পরমান করে দাও| আমিন আবু সুফিয়ান সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৪ ৪ ১ whats it....thats our cosultation...coz we r muslim...no no i cant accept the topics...i hope thats will be finish by a legal fanishment from government... মোঃ তারিকুল ইসলাম সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২২ ৯ ৩ আল্লার গজব পরেনা কান...। নাউজুবিল্লাহ।। মুশিউর মিশন সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২২ ৩ ০ জনাব লতিফ সুদ্দিকিকে নিহাত বেজন্মা বলা ছাড়া উপায় খুজে পাচ্ছিলামনা I koushik সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৮ ২ ০ আললাহ ওনার ঃেদােত করন ।ামিন morsed সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৯ ২ ০ আপনাকে েখন বলসে জলদি ৌবা করেন না হলে iসলাম ধরম charen. Abbas সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৬ ৭ ২ ৪০০ কোটি টাকা চলে গেল তাতে কিছু হলনা, আথছ হজ্জের টাকা নিয়া মাথাব্যাথা না Alo সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৩ ১ ০ হাগলে (পাগলে ) কিনা বলে আর ছাগলে কিনা খায় ??? M.HASSAN সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪২ ৫ ২ Dear Minister I want to ask you 1.now you are 180 person went to America how much cost for this whats benifit for the country.its a right use people money??can you explain us. I saw the news india and pakistan priminister deli get 16&15 wheres you are 180. 2.if you believer or not thats your won right. but you dont have right to crisis the islamic rules.your name is abdul latif but you against latif or Allah. আপনার মতামত নাম ই-মেইল মতামত CAPTCHA Image সর্বশেষ পঠিত সর্বাধিক মতামত আজ হজে যাচ্ছেন রাষ্ট্রপতি উন্নত চিকিৎসার জন্য গোলাম আযমকে অবিলম্বে মুক্তি দিন : জামায়াত রাজধানীতে অজ্ঞান পার্টির ১০ জন আটক সাংবাদিকের বাসায় চুরি টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে তিন নিবাসী রক্তাক্ত জখম ধানমন্ডিতে পুলিশের গুলিতে দুই যুবক আহত শেখ হাসিনা মানুষ মরলে, রক্ত দেখলে খুশি হন : খালেদা জিয়া তিন ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান নিয়োগ ১০ হাজার ইয়াবা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার চার হাবিবের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সর্বশেষ সকল সংবাদ দেশ -এর অন্যান্য সংবাদ বিয়ানীবাজারে মাইক্রবাস ও অটো রিকশা শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হোসেনপুরে ৫ লক্ষ টাকার মালামালসহ চোর আটক গৌরনদীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ হজকে কটাক্ষ করে মন্ত্রীর বক্তব্যে ছাত্রশিবিরের নিন্দা গৌরনদীতে ধর্ষণের অভিযোগে ভাই আটক গাজীপুরে ছাত্রদল সম্পাদকের মুক্তির দাবিতে মিছিল সমাবেশ নাটোরে যুবদল নেতার উপর বোমা হামলা নাটোরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ভষ্মিভূত নিজের শরীর কেটেছে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তিন নিবাসী ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীর বহিষ্কার দাবি নওগাঁয় বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক কামিল পরীক্ষার প্রথম ও দ্বিতীয় পর্বের ফল প্রকাশ বড়াইগ্রামে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত বড়াইগ্রামে ভেজাল সেমাই কারখানা॥ ৫০ হাজার টাকা জরিমানা সাত খুনের ঘটনায় র‌্যাবের ডিজিকে জিজ্ঞাসাবাদ কাপাসিয়ায় গলাকেটে গৃহবধূ হত্যা ॥ স্বামী আটক ॥ ভাসানী বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান-রসায়নের অগ্রগতি বিষয়ে সেমিনার গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে কমিটি গঠনের নির্দেশ সরিষাবাড়ীতে ভিজিএফ কার্ড ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা ঢাবি ‘ঘ’ ইউনিটে ফেল ৮৩.৪৫ ভাগ গৌরীপুরে ছাত্রদল সম্পাদকের মুক্তির দাবিতে মিছিলে পুলিশের লাঠিচার্জ॥ আহত ১০ কাল হজে যাচ্ছেন রাষ্ট্রপতি ‘সেলফি উইথ COW... পাতায়া ট্রিপ ফাউ’ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্পাদকঃ আলমগীর মহিউদ্দিন, প্রকাশকঃ শামসুল হুদা ১৬৭/২-ই, ইনার সার্কুলার রোড, ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৭১৯১০১৭-৯, ৭১৯৩৩৮৩-৪ © সর্বস্বত্
Posted on: Mon, 29 Sep 2014 19:48:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015