কিভাবে একটি Krrish 3 বানাতে - TopicsExpress



          

কিভাবে একটি Krrish 3 বানাতে হয়... উপকরণ : Hrithik দুইটি, Vivek Oberoi, Priyanka Chopra, Kangna Ranaut একটি করে, X-Men ৫ চা চামচ, Spiderman আধা চা চামচ, Batman এক টেবিল চামচ , Superman এক চা চামচ, The Avengers পরিমান মত, The Incredibles দুই টেবিল চামচ এবং Megamind এক চা চামচ, এবং ইমোশনাল ড্রামা আপানার পছন্দ মত দিন ( যদিও এইটি একটি সুপার হিরো রেসিপি তারপরেও আপনার টেস্ট মত দিন) । প্রণালি : X-Men টুকরা করে Superman ও Batman দিয়ে ২০মিনিট মেখে রাখতে হবে। এরপর Spider Man ও Megamind একসঙ্গে মিশিয়ে তাতে X-Men এর টুকরা গুলো হালকা করে ভেজে নিতে হবে। আরেকটি পাত্রে Avengers ও The Incredibles অল্প আঁচে গরম করে তাতে Batman বাটা, Superman বাটা, Spiderman মিশ্রণ এবং সামান্য Logic দিয়ে অল্প Special Effect দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ভাজা X-Men গুলা এই কষানো মসলার মিশ্রণে ঢেলে দিতে হবে। আরেকটু ফ্লেভার পেতে এ সময় আরেকটু Bad Lyrics ও Bad Songs দিয়ে দিতে হবে। ভালোভাবে কষানো হলে Emotional Drama দিয়ে ঢেকে দিন। রান্না দিয়ে বিরক্তিকর সুগন্ধ বেপ হলে নামিয়ে E.T পাত্রে পরিবেশন করুন। আশাকরি রান্নাটি দশ বছেরে নিম্নে শিশু, ৭০ বছেরে উর্ধে বৃদ্ধদের ভালো লাগবে। আর এই রেসিপি ইন্ডিয়া বাসিন্দা খেয়ে বমি করে দিলেও ভালো বলবে আমার বিশ্বাস #TonIm
Posted on: Tue, 26 Nov 2013 16:51:35 +0000

Trending Topics



rgin-left:0px; min-height:30px;"> The festive season is upon us and we will be indulging and even
Florence police included a special tribute to a K-9 officer in
Trust God, even when you feel weak and powerless... Three times
PIFCE:Dear all PIFCE feel very proud to inform you that we

Recently Viewed Topics




© 2015