কিভাবে বেবিডল চিনবেন- How to - TopicsExpress



          

কিভাবে বেবিডল চিনবেন- How to spot the most spotable. ১. সবচেয়ে সহজে বেবিডল চেনার উপায় হচ্ছে এরা কখনো একা থাকে না। এদের সাথে সবসময়ই ল্যাঞ্জা হিসেবে ইয়ো ইয়ো ভেড়া বা বিদেশফেরত/বিদেশগামী লাটসাহেব বা আরো একাধিক বেবিডল থাকবে যাদের একমাত্র কাজ ডলের তৈলের অভাব পূরণ করা। ২. এদের চুলের স্টাইল সবসময় অতিব্যতিক্রম হবে। যেমন- উঁচু কাকের বাসার মত, একদম সোজা পাটখড়ির মত, লাল নীল হলুদ সাদা রংয়ের ইত্যাদি। ৩. এদের ফোন হবে সেলফি তোলার সুবিধার্থে ভালো ফ্রন্ট ক্যামেরা সম্পন্ন এবং বিশাল সাইজের স্যামসাং গ্যালাক্সি বা আইফোন বা এক্সপেরিয়া যা সবসময় এদের হাতে থাকবে। ৪. সুবিশাল ফোন হাতে থাকায় তাদের কনুই ভাঁজ হয়ে থাকে। এ ভাঁজে ডলের আটাময়দাসুজি সামগ্রীসহ হাজার টাকার ব্যাগ ঝুলে থাকবে। ৫. বিভিন্ন কয়লার নিচে ঢাকা পরা চোক্ষুদ্বয় সুয্যিমামার হাত থেকে বাঁচানোর জন্য ডলের কাছে সবসময় রেবুনের রোদ্দুরচশমা থাকবে। ৬. মানুষ রোদ্দুর মামার তোপে গোসল করে ফেলছে, বৃষ্টির পানিতে জলকেলি করছে, বাতাসে জামাকাপড় উড়ে সবাইকে নাঙ্গুবাবা করে ফেলছে ইত্যাদি প্রাকৃতিক অবস্থা যাই হোক না কেন বেবিডলের মুখে আটাময়দাসুজি যাই মাখা থাকুক না কেন তা কোন অবস্থাতেই তা নষ্ট হবে না। ৭. বেবিডল যে পোশাকই পরুক না কেন আশেপাশের মানুষ তা দেখে তাকায়ে থাকতে বাধ্য, তা প্যান্ট শার্ট হোক কি শাড়ি হোক। ৮. বেবিডলের মুখেত রং কখনোই সাদা ভিন্ন অন্য রং হবে না, হাত পায়ের রংয়ের সাথে তা না মিললেও চলবে। ৯. এদের ফেবু আইডিতে কখনোই আসল নাম দেয়া থাকবে না, বেশিরভাগ নামের সাথে এঞ্জেল, কিউটি, উচ্চারণ অযোগ্য কিছু যুক্ত থাকবে। ১০. এরা বাংলার চেয়ে হিন্দি বা অগাইংলিশ বলাতে বেশি পারদর্শী হবে। ১১. বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, বনানী, গুলশান, ধানমন্ডি, কেএফসি, পিজ্জা হাট এসব বৈদেশি রেষ্টুরেন্ট, হাতিরঝিল, লিটনের ফ্লাট এসব জায়গায় এদের দেখা বেশি পাওয়া যায়। ১২. এদের কোন প্রেমিক থাকে না। এদের থাকে বেবি, বয়ফ্রেন্ড, হাব্বি ইত্যাদি। ১৩. যে কোন নতুন জিনিসের প্রতি এদের আগ্রহ অপরিসীম তা নতুন জুতা হোক কি নতুন বয়ফ্রেন্ড। ১৪. বেবিডল চেনার সবচেয়ে নিশ্চিত উপায় হচ্ছে এদের কথা বলার স্টাইল। নাকে বাজিয়ে বাংলা ইংলিশের জগামগাঅগা খিচুড়ি বানিয়ে একগাদা আহ্লাদ মিশিয়ে তারপর এদের মুখ থেকে কথা বের হবে, ইউ নো। (আরো যদি মনে পরে তাহলে পরে এড করা হবে) এরপর আসছে- কিভাবে ইয়ো ইয়ো দুলাল চিনবেন- How to spot an gold ass.
Posted on: Fri, 01 Aug 2014 18:52:38 +0000

Trending Topics



/I-want-to-thank-everyone-who-has-supported-me-this-week-keep-on-topic-326463477524721">I want to thank everyone who has supported me this week keep on

Recently Viewed Topics




© 2015