কেমন আছেন সবাই.....? আগেই - TopicsExpress



          

কেমন আছেন সবাই.....? আগেই বলি যারা বেনামাজি তারা আমার Page unlike দিন । স্তন সম্পর্কিত কিছু অজানা তথ্য স্তন নারীদেহের একটি অংশ। স্তন নিয়ে নর-নারী উভয়েরই ব্যাপক আগ্রহ থাকলেও এর অনেক তথ্যই আমাদের অজনা। আজ আমরা স্তন সম্পর্কিত সেই রকম কিছু অজানা তথ্য জানবো । ১. প্রতিটি সাধারণ আকৃতির স্তনের ওজন প্রায় ৪৯৮ গ্রাম, এবং দেহের মোট চর্বির ৪-৫ শতাংশ চর্বি দিয়ে স্তন গঠিত। যাদের স্তন বেশ বড় তারা স্তনের ওজনের জন্য সামনের দিকে একটু ঝুঁকে পড়েন। ২. পুরুষাঙ্গের মতই স্পর্শ পেলে স্তনের (স্তনবৃন্ত সহ) আকার বেড়ে যায়। ৩. স্তন স্রষ্টার এক অপরুপ সৃষ্টি । ৪. বড় স্তনের নারীরা তাদের স্তন নিয়ে প্রায় সময়ই বিব্রত হন। ৬. মধ্য বয়সের বড় স্তনকে আকর্ষণীয় নয় বরং ছোট স্তন অনকে বছর পরও ছোট রাখাই আকর্ষণীয় ধরা হয়। ৭. গরুর দুধের চেয়ে স্তনের দুধের স্বাধ অনেক মিষ্টি, অনেক ভিটামিন-ই, আয়রণ এবং ফ্যাটি এসিড সমৃদ্ধ। তাই সন্তানের জন্য মায়ের দুধের বিকল্প নাই । ৮. স্তনের গড়ন সুন্দর রাখতে সঠিক মাপের ব্রা পরতে হয়। তা না হলে অল্প বয়সেই স্তনের গড়ন নষ্ট হয়ে যায়। ===== ওইদিন যারা ফরজ গোসলের নিয়ম ভালো করে বুঝেন নাই তারা শুনেন-: তিনটা কাজ করলেই ফরজ গোসল আদায় হয়ে যাবে ১. গড়গড়া সহ কুলি করা ২. নাকে পানি দেওয়া ৩. সারা শরীরের প্রতিটা পশমের গোড়ায় পানি পৌছানো.... {কারো প্রশ্ন খাকলে করুন 10.30 পর্যন্ত} *** লাইক না দিলে কিন্তু বেশি ভালো হবে না বললাম......!!** *
Posted on: Fri, 21 Jun 2013 11:40:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015