কেমন হবে- যদি আপনি এমন কোন - TopicsExpress



          

কেমন হবে- যদি আপনি এমন কোন সুযোগ পান, যেখানে আপনি যেই সেলেব্রিটির পাগলপ্রায় ভক্ত, তার দৈনন্দিন কাজ-কারবার সব তার অজান্তেই অনায়াসেই দেখতে পারবেন ঘরে বসে বসে? এজন্য, হয়তো আপনাকে তার ব্যক্তিগত সেলফোনের ক্যামেরা হ্যাক করতে হবে জাস্ট। মুভির কাহিনীর শুরুটা অনেকটা এভাবেই। বিখ্যাত অভিনেত্রী Jill Goddard এর এমন একজন পাগল ভক্ত ছিল Nick Chambers। কিন্তু ঘটনাক্রমে এক হ্যাকারের পাল্লায় পড়ে সে এমন এক মারপ্যাঁচে জড়িয়ে যায়, যেটা তার নিজের আর ওই অভিনেত্রীর জীবন-মরণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। অভিনয় করেছেন, Lord of the rings খ্যাত Elijah Wood , Sasha Grey ও Utopia টিভি সিরিজ খ্যাত Neil Maskell। একজন পাপারাজ্জি যদি একান্তেই ডেসপারেট হয়ে উঠে, সে কতটা মারাত্মক হতে পারে, এই মুভিতে ওটাই দেখানো হয়েছে। তবে, সবচেয়ে ভাল লেগেছে, প্লটের একেবারে লাস্টের টুইস্টটা। ওটার জন্যই পুরো মুভি দেখাটা আসে। imdb তে রেটিং যদিও খুব ভালো না, তবে, কেন জানি আমার ভাল লেগেছে। দেখতে পারেন... :)
Posted on: Sun, 28 Dec 2014 09:13:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015