কারিগরির এখন স্লোগান হবে - TopicsExpress



          

কারিগরির এখন স্লোগান হবে একটাই........................... কারিগরির হতভাগা মোরা রিক্ত হস্তে ঘুরি, Technologist জাতীর কাছে ভিক্ষা নিবেদন করি, বাঁচও মোদের জীবন গুলি ছেড়েদে বাবা বউ, ছেলে, মে নিয়ে বাছি। জেনে রাখুন কারিগরি মানে কি..............................? কা = কাপুরুষ রি = রিক্সাওয়ালা গ = গন্ড মূর্খ রি = রিক্ত হস্ত (শুন্য হাত) জেনে রাখুন এগুলোর ব্যাখ্যাঃ কা = (কাপুরুষ)ঃ তারা এস এস সিতে তৃতীয় শ্রেনী পাওয়ার কারনে, কোন প্রতিস্ঠানে ঠাই বা ভাত না পাওয়ায়, ৪০ বছর পর্যন্ত ভবঘুরের ন্যায় ঘুরার পর, যখন শুনতে পায়, কারিগরিতে মেডিকেলের উপর ডিপ্লোমা পড়া যায়, তখন এই ভবঘুরের দল কাপুরুষের ন্যায় পড়তে আসে। রি = (রিক্সাওয়ালা)ঃ এক সময় রিক্সা চালাতে চালাতে কারিগরি Relative একজনের সাথে কথোপকথনে পরিচয় হয়। তিনি জানতে পারেন, সে এস এস সি পাশ। তিনি suggest করেন কারিগরিতে মেডিকেলের উপর ডিপ্লোমা পড়া যায়, তখন রিক্সাওয়ালা রুজি রোজগারের জন্য রিক্সা ও চলায়, কারিগরিতে মেডিকেলের উপর ডিপ্লোমা ও পড়ে। তাই এই কারিগরি হল, রিক্সাওয়ালা মেডিকেল টেকনোলজী। গ = (গন্ড মূর্খ)ঃ তারা এতোই গন্ড মূর্খ যে, নিজের ছেলে/মেয়েকে কারিগরিতে ভর্তি করাতে এসে শুনতে পায়, ৬০,৭০ বা মৃত্যুর আগ মুহুত্ত পর্যন্ত বয়সে কারিগরিতে মেডিকেলের উপর ডিপ্লোমা পড়া যায়, তখন ছেলে/মেয়েকে বলে চলো বাবা তুমি ও আমি একবারেই ভর্তি হই। বাবা, ছেলে, মেয়ে একবারেই ক্লাশ করব ও পাশ করব, দেখেন তারা কতোই গন্ড মূর্খ। রি = রিক্ত হস্ত (শুন্য হাত)ঃ অবশেষে বর্তমান মেডিকেল টেকনোলজিস্টদের চাপের মুখে তারা বুঝতে পারে যে, আমরা ভুল করছি একূল ও হারালাম ওকূল ও হারালাম। কবে জানি আবার কারিগরি প্রতিষ্ঠান ও বন্ধ হয়ে যায়, সরকারী চাকুরীতে তো দরখাস্ত করার যোগ্যতা তো নাই বরংচ বেসরকারি ডায়াগনোস্টিক সেন্টারে ও চাকুরী করতে পাড়ব কিনা সন্দেহ আছে। অবশেষে বুঝি ভিক্ষার ঝুলি হাতে নিতে হবে। তাদের এখন অবস্তা হলো, ছেড়েদে বাবা কান্দেবাছি। তাই তারা রিক্ত হস্তে রাস্তার ভিক্ষুক। • (শিহাব, আই এইচ টি, রাজশাহী)
Posted on: Mon, 29 Sep 2014 06:24:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015