কারা ফরেক্স করে এবং কেন - TopicsExpress



          

কারা ফরেক্স করে এবং কেন করে? ব্যাংক:বেশীরভাগ বৈদেশিক মুদ্রার কেনাবেচা হয় আন্তঃ-ব্যাংক মুদ্রা বাজার এর মাধ্যমে যারা প্রচুর পরিমাণ মুদ্রার বেচাকেনা করে প্রতিদিন। বড় ব্যাংকগুলো প্রতিদিন কয়েক শত কোটি টাকার লেনদেন করে। কখনও এই কেনাবেচা হয় ব্যাংক এর মক্কেলদের জন্য কিন্তু বেশিরভাগ হয় ব্যাংকগুলোর মালিক-পক্ষের দ্বারা যারা ব্যাংক মাধ্যমে ফরেক্স এর কেনাবেচা করেন। অর্থনৈতিক প্রতিষ্ঠান:বৈদেশিক মুদ্রার বাজার এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে তাদের পণ্য ও সেবা আদান-প্রদান করার জন্য থেকে অর্থ লেনদেন করে। ফরেক্স এর একটি গুরুত্বপূর্ণ ও বড় অঙ্কের লেনদেন হয়ে থাকে এইসব প্রতিষ্ঠান এর বিভিন্ন দেশে ব্যবসায়ী দেনা-পাওনা মিটানোর মাধ্যমে। সরকার/কেন্দ্রীয়ব্যাংক:বৈদেশিক মুদ্রা এর লেনদেন ও মূল্য নির্ধারণে দেশের কেন্দ্রীয় ব্যাংক অনেক প্রভাবশালী ভূমিকা রাখে। কোন দেশের মুদ্রার মূল্য সে দেশের কেন্দ্রীয় ব্যাংক হ্রাস-বৃদ্ধি করতে পারে তাদের অর্থের যোগান নিয়ন্ত্রণ, সুদের হার নির্ধারণ ও মুদ্রাস্ফীতি নিতির বাস্তবায়ন এর মাধ্যমে। সংরক্ষিত তহবিল( Hedge funds): প্রায় ৭০-৮০ ভাগ বৈদেশিক মুদ্রার লেনদেন হয় এর মূল্য পরিবর্তন এর মাধ্যমে কেনাবেচা করে লাভের আশায়। অর্থাৎ, যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা লেনদেন করলে তা আসলে সেগুলো হাতে নেয়ার জন্য নয় বরং তা করা হয় শুধুই মুদ্রার মূল্য হ্রাস-বৃদ্ধির মাধ্যমে মুনাফা লাভের আশায়। আমরা যারা খুচরা বা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, তাদের লেনদেনর পরিমাণ ঐ বিশাল তহবিল এবং তার শত শত কোটি ডলার এর দৈনিক লেনদেন এর সামনে যেন সমুদ্রের সামনে এক গ্লাস পানি। এই বিশাল লেনদেন ও তহবিল-ই বিভিন্ন মুদ্রার মান পরিবর্তন ও নির্ধারণ করতে পারে। ব্যক্তিঃ আমরা যখন অন্য কোন দেশে ভ্রমণ বা কাজে যাই অথবা অন্য দেশ থেকে টাকা পায় বা দেই (আত্মীয়র কাছে বা কাজের বা পণ্যের মূল্য হিসেবে) এবং সেই অর্থ ব্যাংক বা অন্য কথাও প্রয়োজনীয় মুদ্রায় ভাঙিয়ে নেই তখন সেটিও একটি বৈদেশিক মুদ্রার লেনদেনের মধ্যে পড়ে। বিনিয়োগকারী:বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যারা তাদের মক্কেলদের জন্য বৈদেশিক মুদ্রা কেনাবেচার ব্যবস্থা করে এবং তাদের বিনিয়োগ ও হিসাব নিয়ন্ত্রণ ও রক্ষা করে। উদাহরণস্বরূপ বলা যায়, যেসকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিকভাবে বিনিয়োগ হিসাব নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু এই সকল প্রকার মুদ্রা-জোড় এর কেনাবেচার জন্য ফরেক্স বাজারকেই ব্যাবহার করে। খুচরাফরেক্সব্যবসায়ীঃসবশেষে আছে আমার আপনার মতো ফরেক্স ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণ।ফরেক্স এ এই প্রকার অংশগ্রহণের হার দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে। এর মূল কারণ হল ফরেক্স এর নানাবিধ ব্যবস্থা, সুযোগসুবিধা ও ইন্টারনেট এর সহজলভ্যতা। এখন আমরা সহজেই কোন ব্যাংক বা ব্রোকারের মাধ্যমে লেনদেন করতে পারি। বর্তমানে ২ প্রকার খুচরা ব্রোকার দেখা যায় যারা ফরেক্স এর দামদর জানতে ও লেনদেন করতে আমাদের সাহায্য করে থাকে- ১।ব্রোকার(Broker) ২। ডিলার(Dealer) ব্রোকারগণ বিনিয়োগকারীদের প্রতিনিধি হিসেবে ফরেক্স এর বাজারে কেনাবেচা করে থাকে, তাদের বিশ্লেষণে সবচেয়ে লাভ-দায়ক ও সম্ভাবনাময় যায়গাগুলোতে।প্রতি কেনাবেচার জন্য তারা নির্দিষ্ট হারে মাশুল বুঝে নেয়। ডিলার দের ভূমিকা এক্ষেত্রে উল্টো। এরা বাজারের মূল্য নির্ধারণকারী(Market Maker) বলে পরিচিত। এরা নিজেরাই ব্যবসায়ীদের সাথে দর কষাকষি ও কেনাবেচা করে থাকে। তাদের উদ্ধৃত মূল্য অনুযায়ী তাদের সাথে আমরা কেনাবেচা করে থাকি। এই ক্রয় ও বিক্রয়মূল্য এর মধ্যে যে পার্থক্য থাকে তা হল তাদের অংশ যা ব্যাপ্তি বা Spread নামে পরিচিত। এ বিষয়ে পরবর্তীতে আরও আলোচনা করব।
Posted on: Sun, 21 Jul 2013 08:23:30 +0000

Trending Topics



/www.topicsexpress.com/100028-Lava-Heat-Italia---Illume-Propane-Stainless-Steel-C7EIH2ZB-topic-161842314026940">100028-Lava Heat Italia - Illume Propane, Stainless Steel C7EIH2ZB
guaranteed asset protection alliance
A continuación envío mi artículo publicado hoy jueves
Sir / Madam, The Sports and Cultural Committee Jacquet takes

Recently Viewed Topics




© 2015