কারো মোবাইল এ মেসেজ এলে - TopicsExpress



          

কারো মোবাইল এ মেসেজ এলে খুব পড়তে ইচ্ছে করে । কিন্তু মনে হয় মেসেজ পড়লে যদি কিছু মনে করে...। না , এখন আর কিছু মনে করবে না । ওপেন না করে মেসেজ পড়তে পারবেন এখন থেকে । ১। নতুন মেসেজ এলে ওপেন করবেন না । শুধু back button চেপে Close করে দিন । ২। এবার Inbox এ যান । ৩ । তারপর Unread মেসেজ এর উপরে Pointer রেখে option এ যান । ৪। Forword Option সিলেক্ট করুন। ৫। এবার আপনি মেসেজ টি পড়তে পারবেন। পড়া শেষ হলে কারো কাছে Forward না করে Exit করে বের হয়ে আসেন । ৬ । এবার Inbox এ দেখুন মেসেজ টি ওপেন করা হয়নি । Envelope symbol দেখাচ্ছে । তাহলে যার মোবাইল সে মনে করবে যে তার মেসেজ টি পড়া হয় নি । -এবার বয়ফ্রেন্ড /গার্লফ্রেন্ড,ভাই/ বোনের,বন্ধু বান্ধবের মেসেজ পড়ার শক্তিতে জ্বলে ওঠুন
Posted on: Sat, 06 Dec 2014 15:58:38 +0000

Trending Topics



div>

Recently Viewed Topics




© 2015