কি রকম দৃঢ় প্রত্যয়, - TopicsExpress



          

কি রকম দৃঢ় প্রত্যয়, চোয়ালবদ্ধ মানসিকতা, আর চোখেমুখে পাকিস্তানী সেনাবিহিনীর প্রতি তীব্র ঘৃনা নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিল। লক্ষ্যের প্রতি ছিল অবিচল। আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের রিয়াল লাইফ হিরো। সিনেমায় হিরোগিরি, ফেসবুকের বিপ্লব তো অনেক দেখলেন। আসুন, এবার আমাদের আসল হিরোদের সাথে পরিচয় করিয়ে দেই। ওরা আম্রিকার মত শক্তিধর দেশের বিপক্ষে অকপটে সত্য বলতে পারে, ওরা শুদ্ধ ইংরেজীতে অবলীলায় সাক্ষাতকার দিতে পারে, ওদের চোখ থেকে বের হয় মাতৃভূমির প্রতি অগাধ দেশপ্রেম। ওদের অভিব্যক্তিই বলে দেয় কতটা দ্রোহের আগুন জ্বলেছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। ওদের স্লোগান ছিল জয় বাংলা, ওদের নেতা ছিলেন শেখ মুজিব। ভাগ্যিস, এখনকার ফেসবুক বিপ্লবী প্রজন্মের মত আঁতাত থিওরি দেওয়া সংশয়বাদী ছিলেন না আমাদের মুক্তিযোদ্ধারা। তাহলে এই লালসবুজের পতাকা আর পাওয়া লাগত না। হাজার সালাম তোমার হে বাংলা মায়ের নায়কেরা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
Posted on: Wed, 12 Nov 2014 17:05:45 +0000

Trending Topics



="sttext" style="margin-left:0px; min-height:30px;"> Yeh mere dil ka jaana Ek aakhri faisla hai Ab saath hoga na
If your looking for something to do this weekend Friday (today)
Glen is one of our active gwafpo member and he is from Tigbauan

Recently Viewed Topics




© 2015