কি হবে ৫০০০ ফ্রেন্ড - TopicsExpress



          

কি হবে ৫০০০ ফ্রেন্ড দিয়ে? কি হবে ১০০০০ ফলোয়ার দিয়ে? কি হবে হাজার হাজার লাইক দিয়ে? আজ আমার আইডি নষ্ট হয়ে গেলে কেউ আমাকে চিনবে না।কারো সাথে সাথে কোন সম্পর্ক থাকবে না।ভার্চুয়াল সম্পর্ক শুধু ক্ষনিকের জন্যে। আজ আমি মরে যাই কেউ আমার খবর নিবে না।কেউ আমার জানাযায়ও আসবে না।এমনকি আমি আর বেঁচে নেই এই কথাটিও আপনাদের জানাতে পারব না। ফেইসবুকের কোন বন্ধু আমার জন্যে কোন দোয়াও করবে না।আমার আইডিটি বছরের পর বছর পড়ে থাকবে আমাকে কেউ লাইক কমেন্ট করবে না।কেউ আমাকে স্মরণ করবে না যে অমুক নামের একটি লোক ছিল। এটাই হল ভার্চুয়াল জগৎ আর এই জগৎটা আসলেই অনর্থক এবং ফালতু। আসুন বন্ধুগণ আমরা ভার্চুয়াল জগতে ফেমাস না হয়ে আমরা বাস্তব জীবনে ফেমাস হই। বাস্তব জীবনে আপনি ফেমাস হতে পারলে এটাই জীবনের সবচেয়ে বড় সফলতা।এমনকি আপনি মারা গেলেও আপনাকে সবাই স্মরণ করবে আপনার জন্যে সবাই দোয়া করবে।সবাই বলবে যে অমুক নামের একটা লোক খুবই ভালো ছিল।আর এটাই হল আপনার জীবনের সবচেয়ে সফল প্রাপ্তি। But virtual life Enjoy kora valo but Oto bashe na... ;-) :-P :$ copy post
Posted on: Sat, 27 Sep 2014 07:17:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015