কেয়ামতের মাঠে ঈসা (আঃ) কে - TopicsExpress



          

কেয়ামতের মাঠে ঈসা (আঃ) কে জিজ্ঞেস করা হবে তাঁর উম্মত তাঁকে আল্লাহর পুত্র বানিয়েছে। তিনি অস্বীকার করবেন। এবং তিনি স্বাক্ষি মানবেন আমাদের অর্থাৎ উম্মতে মুহাম্মাদিকে। তখন উম্মতে মুহাম্মাদী স্বাক্ষি দেবে ঈসা (আঃ) এর পক্ষে । বর্তমান খৃষ্ঠান্দের বিপক্ষে। যেখানে একজন রাসুল কে এভাবে জিজ্ঞেস করা হবে সেখানে তো ইমাম আবু হানিফা (রাহ) কেও জিজ্ঞেস করা হতে পারে। ইমাম আবু হানিফা (রাহঃ) কে যদি জিজ্ঞেস করা হয় এত ভুলভ্রান্তি সহ মাঝহাব চালু করেছ কেন তখন তিনি অস্বীকার করে উত্তরে বলবেন, আমি আমার অনুসারীদের বলেছিলাম যখন --সহিহ হাদিস-- পাবে তখন আমার কথাকে ছুড়ে ফেলে দেবে সহিহ হাদিস মেনে নেবে। আমি বলেছিলাম আমি মানুষ সকালে এক কথা বলি বিকালে আরেক কথা। যতক্ষণ আমার কথার মূল উৎস খুঁজে না পাবে ততক্ষণ আমার কথা গ্রহণ করা বৈধ নয়। ইমাম আবু হানিফা (রাহঃ) তো পার পাওয়ার ব্যবস্থা করেই গিয়েছেন ধরা খাবে বর্তমান হানাফিরা। তখন বুঝবে ইমাম কম বুঝতেন নাকি বেশি বুঝতেন। ইমাম ঠিকই বুঝতেন তাই তিনি বার বার স্পষ্ট করে বলে গিয়েছেন সহিহ হাদিস পেলে সেটাই আমার মাঝহাব। সহিহ হাদিস কথাটা ইমাম আবু হানিফা (রাহ) ই প্রথম ব্যবহার করেছেন। কেন তিনি সহিহ হাদিস শব্দ বললেন? এই জন্যই যে হাদিসের নামে তখনই জাল জইফ হাদিস ছিল! আজকে সহিহ হাদিসের কথা বললে কিছু টুপি দাড়িওয়ালা লোক বিকৃতভাবে আহলে হদস আহলে হদস বলে কটূক্তি করে এরা নিজেদের হানাফি বলে পরিচয় দেয়। কেয়ামতের মাঠে ইমাম আবু হানিফা (রাহঃ) ই এদের বিপক্ষে স্বাক্ষি দেবেন। প্রচলিত হানাফি মাঝহাব আদৌ ইমাম আবু হানিফা (রাহঃ) এর মাঝহাব নয়। এটা ইমামের নামে একটি বানোয়াট মাঝহাব মাত্র।
Posted on: Mon, 11 Nov 2013 10:40:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015