কওমী এবং আরো কিছু - TopicsExpress



          

কওমী এবং আরো কিছু ভাইয়েরা হরতালের বিরোধিতা করে প্রশ্ন তুলছেন এর বৈধতা নিয়ে! আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন... #বলুনতো পুলিশ আমাদের রমজানের র্যালিতেও যখন লাঠি পেটা করে তখন আমরা কী করব? #বলুনতো আপনার আমার সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা শফী হুজুরকে মিথ্যা বিচারে ফাঁসির রায় দিল তখন আপনারা কী করবেন? #আমাদের ভাইদের উপর যখন অবর্ণনীয় নির্যাতন চালায় আমরা এগুলো দেখে কিভাবে সহ্য করব? #আমাদের ভাইদের যখন নিথর দেহ পড়ে থাকে আমরা তাদের রক্তাক্ত লাশগুলো দেখে কীভাবে সইবো? #সন্তানহারা মা যখন কাঁদে আমরা তা দেখে কী করব? #হাজারো ছাত্রের ছাত্রত্ব আজ চরম হুমকির মুখে,বলুনতো এই কচি স্বপ্নগুলোর কী হবে? #অনেকে পঙ্গু হয়ে গেছে তাদের কী হবে? #চার বছর ধরে জামায়াত শিবির ও তাদের অনেক সমর্থক বাড়িতে থাকাতো দূরের কথা বাইরেও চলতে পারেনা তাদের কী হবে? #আমাদের প্রাণাধিক প্রিয় নেত্রীবৃন্দকে ফাঁসি দেবে এ ব্যাপারে আমদের ভূমিকা কী হবে? বিরোধিতার দৃষ্টিতে নয় মানবতার দৃষ্টিতে দেখে উত্তরগুলো দেন প্লিজ| আমরা কখন হরতালের মত কর্মসূচী দিতে চাইনা,শুধু উপায় পাইনা তাই দিচ্ছি ভাই|পারলে অন্য একটা কার্যকরী পথ বাতলে দিবেন যুক্তিসংগ্যত হলে মাথা পেতে নেব| -ওমর ফারুক
Posted on: Wed, 17 Jul 2013 21:57:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015