কত চিরুনীর বাড়ি তে কত - TopicsExpress



          

কত চিরুনীর বাড়ি তে কত দাগঃ বাচ্চাদের মারধর করলে এদেশে পুলিশ এসে বাবা মার কাছ থেকে বাচ্চা নিয়ে যায়। নিয়ে তাদেরকে ফস্টার পেরেন্ট(পালিত বাবা- মা টাইপ) এর কাছে দিয়ে দেয়...কারন সরকার মনে করে সেই বাবা মা তাদের সন্তানদের পালনের উপযুক্ত না... (বলে কি...! মাইরের উপর কোন ভিটামিন আছে নাকি!!!) এই জন্য এখানে প্রায় ই দেখি শপিং সেন্টার কিংবা পাবলিক প্লেসে পোলাপান কোন কিছু নিয়ে কান্নাকাটি করলে বাপ-মা (স্পেশালী মায়েরা) চিপা মাইর দেয়... মানে হাসতে হাসতে বাচ্চাকে লুকায়া মনের ঝাল মিটায়া চিমটি দেয়... ! বাসায় এই চিপা মাইরটা কেমন হয় সেটা দেখার আমার ভীষন ইচ্ছা! :P এমন একজন ক্লায়েন্ট আমাদের অফিসে আসে যার দুই বাচ্চাকে কোর্ট ফস্টার পেরেন্টের কাছে দিয়ে দিয়েছে... কারন সে নাকি তার বাচ্চাদেরকে মারধোর করে এবং সেটা তার বাচ্চারা স্কুলে গিয়ে টিচারের কাছে বলেছে... সেই বেচারি গত দুই বছর ধরে চেষ্টা করছে বাচ্চা গুলা কে নিজের কাছে আনার জন্য... কিন্তু বাচ্চারা তার মার সাথে থাকতে চায় না কারন তার পালিত মা বলসে যে তাদেরকে ক্রিসমাসে ল্যাপ্টপ কিনে দিবে (!) ... এখন কোর্ট ্সেই মাকে বিভিন্ন শর্ত দিচ্ছে... কিভাবে বাচ্চাদের সাথে কথা বলতে হবে, কিভাবে তাদের চাহিদা পুরন করতে হবে... এমন হাজারো অং বং...! কেসের ফাইল পুরাটা পড়ে আমার মনে হইল, এই বাদরের বাচ্চাগুলার আমাদের বাঙালি মায়েদের ঘরে জন্ম হওয়া উচিত ছিল...তখন বুঝত কত চিরুনীর বাড়িতে কত দাগ... :P কিংবা এক থাপ্পরের নাম বাবাজী...! বেচারা রা... মা যে রাগের চোটে বেদম পিটায়া নিজেই কাঁদতে বসে, এই মধুরতম দৃশ্যটা ওরা দেখল না কোনদিন... !!!
Posted on: Mon, 16 Sep 2013 00:17:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015