কতবার বলি এই ধরনের - TopicsExpress



          

কতবার বলি এই ধরনের সাহায্য পোস্ট আর শেয়ার করবো না।কিন্তু মানুষের দূর্দশা দেখে তো চোখ বন্ধ করেও থাকা যায় না। সহ্যও হয় না। লেখাটি পড়ে ক্যান্সার আক্রান্ত এই ছেলেটির জন্য যদি দশটি মানুষও এগিয়ে আসেন তো তাও অনেক। যতই বলি ক্যান্সারের সাথে এভাবে লড়াই করা যায় না, এভাবে হয় না... আবার হয়ও তো... কত কতই তো উদাহরন আছে এই ফেসবুকেই। আছে না? _______________________________________ ছেলেটির নাম মোঃ মোতাহারুল ইসলাম। ২০১০ সালে সিলেট এর পলি টেকনিক ইন্সটিটিউট থেকে মেকানিক্যাল এর উপর ডিপ্লোমা করে আসুগঞ্জ পাওয়ার স্টেশনে ছোট্ট একটা জব শুরু করে। কতইবা আর বয়স হবে? এই বয়সের আমার ছোট ভাইটাকে এখনো আমরা মুখে তুলে খাইয়ে দি। আর এই ছেলেটা হঠাৎ একদিন অসুস্থ হয়ে তার কাজ থেকে বাসায় ফিরে এল। ডাক্তারের কাছে স্বাভাবিক চেকআপের জন্যে গেলে ডাক্তার কিছু টেস্ট করতে দিলেন। সেই থেকেই জানা গেল, ছেলেটা শরীরে ক্যান্সারের মত কঠিন একটা রোগ পালছে অজান্তেই। রিপোর্ট হাতে পেয়ে ছেলেটার আর তার বাবা মায়ের মানসিক অবস্থা ভাবতে পারেন? ছেলেটার?! ট্রিটমেন্ট শুরু হলো ১৬ই জানুয়ারী ২০১৩ মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে। রোগের নাম - immature malignant.. tari toma.. tumor cancer । তারপর একে একে তার অপারেশন হয় দুইবার। কেমো দেয়া হয় ৬ সার্কেল এর প্রথম ডোজ। সেই ২০১৩ থেকে আজ ২০১৪ এর শেষের দিকে এসে তার চিকিৎসার জন্যে প্রায় ২৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। মোতাহারুল এর বাবা জনাব মোঃ আযানুর রহমান পলাশ ইউরিয়া শাখার, ফার্টিলাইজার ফেক্টোরিতে নিরাপত্তা পরিদর্শক এর কাজ করেন। জায়গা জমি সব বিক্রি করে পথের ফকির হতে চলেছে শুধু এই ছেলেটিকে বাঁচাবে বলে। ধার দেনাও করেছে অনেক। কি করবে? বাবা মায়ের মন তো মানে না। এখন ডাক্তার বলেছে আরো এক সার্কেল কেমো খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। প্রতিটা কেমোর খরচ পড়বে প্রায় ৮৫ হাজার টাকা করে। ডাক্তার বলেছে কোর্স কমপ্লিট করতে পারলে মোতাহারুল ভাল হয়ে যাবে। কিন্তু এত টাকা যোগাড় করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছেনা। মোতাহারুল এখন খাজা ইউনুছ আলী হাসপাতাল, এনায়েত পুর, সিরাজগঞ্জ -এ চিকিৎসারত আছেন। খুব অপারগ হয়ে আজ সে আপনাদের কাছে হাত পেতেছে। আপনারা কি তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? নিজে না পারেন, দেখুন না একটু চেষ্টা করে যদি পরিচিত বিত্তবান দের কাছ থেকে একটু সাহায্য তোলা যায় ! এগিয়ে আসুন না নিজের ছোট ভাইটি ভেবে। প্রায়ই তার রক্তের ও প্রয়োজন হয়। তার রক্তের গ্রুপ o+ মোতাহারুল কে বিকাশ করতে পারেন এই নাম্বারে- 01919 81 41 63 (পারসোনাল) ব্যাংক এ টাকা পাঠাতে পারেন এই ঠিকানায় - Datch bangla bank limited Md.motaharul Islam branch -Gulshan account no-1161030128573
Posted on: Fri, 12 Sep 2014 07:19:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015