## কদাকার মানুষ ইতিবৃত্ত - - TopicsExpress



          

## কদাকার মানুষ ইতিবৃত্ত - মুহাম্মাদ (সঃ) এর জীবন থেকে এবং দুটি ছোট্ট ঘটনা। ## আমার বাসা থেকে বের হলেই একটা ১২ -১৩ বছরের মেয়ে বসে থাকতে দেখা যায় ঠিক আমার ঘরের সামনেই _ এদেরকে নাকি প্রতিবন্ধী ডাকতে হয়। হাঁটতে পারে না _ কথাও বলতে পারে না _ অস্থি চর্মসার দেহ। গেটের শব্দে ফিরে তাকায় - তার দিকে তাকালে হাসে। কিছু মানুষকে আল্লাহ সৌন্দর্য, স্বাস্থ্য, জৌলুশ ও বৈভব দিয়ে সম্মানিত করেছেন_ কাউকে আল্লাহ দেন নাই - আল্লাহ হচ্ছেন মানুষের মালিক_ তার যাকে যা দিতে ইচ্ছা করবে তাকে তা দেবেন - এই খানে কোন উচ্চ বাচ্যের সুযোগ নাই। তবে যা জানা দরকার - আল্লাহর কাছে সৌন্দর্য, স্বাস্থ্য, জৌলুশ ও বৈভব কিছুই না - এটা আল্লাহর দেয়া এক ধরনের Gift _ যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা দেন না। যাদেরকে দেন না তারা নিজেদের প্রায় হতভাগা মনে করে _ আসুন নবীজির (সঃ) জীবন থেকে কিছু ঘটনা দেখা যাক - দেখি কিছু শেখা যায় কি না। ১। নবীজির একজন সঙ্গি বা বন্ধু বা সাহাবি ছিলেন খুবই ছোট খাট, দেখতে মারাত্মক বাজে (আমাদের পরিভাষায় ) - তিনি ছিলেন একজন বেদুইন । একদিন এক বাজারে ওই সাহাবি কিছু একটা বিক্রি করছিলেন। নবীজি পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরলেন _ বলতে লাগলেন, আমার এই ভৃত্য কে কে কিনে নেবে? বলা বাহুল্য মজা করে বলা। (মানুষ হিসেবে নবীজি (সঃ) কি রকম Accessible ছিলেন এই ঘটনা থেকে বোঝা যায়।) সাহাবি বুঝতে পারলেন নবীজি তাকে ধরে আছেন। তিনি হাসলেন - তারপর বললেন, ইয়া রাসুলুল্লাহ! কেউ আমাকে ভৃত্য হিসেবেও কিনবে না? তার কণ্ঠে অভিমান আক্ষেপ ছিল। নবীজি তাকে বললেন, তুমি কি জানো তুমি আল্লাহর চোখে অমূল্য - অন্যে তোমাকে কি মনে করল তা নিয়ে ভেব না - তুমি আল্লাহর কাছে সুন্দর, মানুষ যতই তোমাকে কদাকার, Deformed, Physically Repulsive ভাবুক না কেন। সম্মানিত হবার জন্য ক্লোজ আপ তারকা হবার কিংবা দুনিয়ার সুন্দর বলে পরিচিত গায়ক গায়িকা, নায়ক নায়িকার অনুসরন করাই যায় - তাতে দুনিয়াবি অর্জনের চাক চিক্য থাকবে_ আসবে প্রতিপত্তি। কিন্তু কে জানে আর কয় দিন পর যখন সবার মৃত্যু হবে তারপর হয়ত আমার ঘরের সামনে বসা প্রতিবন্ধী মেয়েটাই রাজ্যের সুন্দরি হয়ে আল্লাহর সামনে উপস্থিৎ হবে আর আমার আপনার সুন্দর চেহারা, চকচকে জামা জুতা দুনিয়ায় ফেলে রেখে শীতের রুক্ষ পাতাহীন গাছের মত আমরা দাঁড়িয়ে থাকব - আল্লাহর সামনে - আমাদের অহংকারী হৃদয় যেদিন তার পরিনতি দেখবে _ যেদিন আমাকে দেয়া নেয়ামত সমপরকে আমাকে জিজ্ঞাসা করা হবে - আমি কি কাজে আমাকে দেয়া Gift গুলো ব্যবহার করেছি। আল্লাহ ক্ষমা কর ... From_ Tanvir Kabir ...
Posted on: Fri, 19 Sep 2014 06:47:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015