কপাল আমার মন্দ। কারো - TopicsExpress



          

কপাল আমার মন্দ। কারো সাথে রাগ করলে কখনোই বুঝাতে পারি না যে তার সাথে রাগ করছি। কিংবা এমন আচরণ করি যে সে কিছুতেই বুঝবে না যে আমি রাগ করছি। যার কারনে রাগের মুল্যায়নটাও পাই না। যাই হোক, অন্যদের দোষ দিয়ে লাভ নেই। দোষটা আমারই। তাই নিজের কাধেই সব চাপালাম। এক মন হয়েছে। দুই তিন মন হলে কি হবে কে জানে????
Posted on: Thu, 07 Aug 2014 14:08:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015