কবি দার্শনিক ফরহাদ - TopicsExpress



          

কবি দার্শনিক ফরহাদ মজহারের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাসের আরেকটি নজির স্থাপন করল প্রথম আলো। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দেয়া বিবৃতির উত্তরে ফরহাদ মজহার যে বিবৃতি দিয়েছেন সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে ছাপিয়েছে এই দৈনিক। “যে আমি স্বভাবতই কখনই চাইব না কেউ পটকা, নিন্দা বা ঢিলও যেন গণমাধ্যমের ওপর ছুঁড়ুক। এটা কথার কথা, rhetoric। আলোচনা করারা জন্য, যাতে আমরা বুদ্ধিজীবীরা গণমাধ্যমের কর্মীরা বুঝতে পারি যে এই বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা বা খালেদা জিয়া একমাত্র দায়ী নয়। আমরা, আমাদের ভুমিকার কারণে আজকে এই পরিস্থিতি আমরা তৈরী করেছি”। ওপরের এই বাক্যগুলো থেকেই এটা পরিষ্কার যে আমি আক্ষরিক অর্থে বোমা মারার কথা বলিনি। সেই টক শোতে আমার পুরা কথার মূল পয়েন্টই হোল শেষের বাক্যঃ বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা বা খালেদা জিয়া একমাত্র দায়ী নয়, গণমাধ্যম নিজের ভূমিকার কারণেই বর্তমান পরিস্থিতি তৈরী করেছে। এই অংশটুকু বাদ দিয়ে ছাপিয়েছে প্রথম আলো। এইসব মিডিয়া সন্ত্রাসীদের চিনে রাখুন, বর্জন করুন। admin
Posted on: Fri, 01 Nov 2013 06:02:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015