কম্পিউটারে C:\ ড্রাইভে - TopicsExpress



          

কম্পিউটারে C:\ ড্রাইভে ফাঁকা জায়গার পরিমাণ বাড়ান :- সহজেই কম্পিউটারের C:\ ড্রাইভের ফাঁকা জায়গা অনেকখানি বাড়ানো যায়। আর এরজন্য প্রথমে C:\ ড্রাইভের উপর ডান বাটন রেখে Properties-এ ক্লিক করতে হবে। এখন Disk Clean Up-এ ক্লিক করতে হবে। এবার নতুন যে উইন্ডো আসবে সেটির প্রত্যেকটি চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Ok করে দিতে হবে এবং তারপর My Computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যেতে হবে। এখান থেকে System Restore-এ ক্লিক করে Turn Off System Restore On All Drives-এ টিক চিহ্ন দিয়ে Ok-তে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি উইন্ডো আসবে যেটিতে Yes ক্লিক করলেই দেখা যাবে কম্পিউটারে ফাঁকা জায়গার পরিমাণ অনেক বেড়ে গেছে।
Posted on: Sat, 09 Aug 2014 19:25:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015